দেড়শ টাকার টিকিট বিক্রি পাঁচ হাজারে!
প্রকাশিত হয়েছে : ৭:৩৯:২৫,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৬ | সংবাদটি ৯৮৭ বার পঠিত
ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলছেন মুশফিক-মাশরাফিরা। আর এই ফাইনাল ম্যাচের উন্মাদনায় ভাসছেন টাইগারপ্রেমীরা। মাঠে বসে ইতিহাসের স্বাক্ষী হতে কে না চান! তাইতো বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচের টিকিট সবারই চাই। এই সুযোগে দেড়শ টাকার টিকিট কালোবাজারীররা পাঁচ হাজার টাকায় বিক্রি করছেন।
আর ২৫০ টাকার টিকিটি সাত হাজার টাকায় কিনতেও কার্পণ্য করছেন না ক্রিকেট ভক্তরা। আগের দিন রাতে দেড়শ টাকার টিকিট তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করতে দেখা গিয়েছিল। অনেক সময় এই টিকিট কালোবাজারীর সঙ্গে আবার প্রশাসনও জড়িত রয়েছে বলে টিকিট ক্রেতারা অভিয়োগ করেছেন। তবে ফাইনাল ম্যাচের সময় যতই কাছে চলে আসছে, তেমনি টিকিট কালোবাজারীরাও চড়া দাম হাঁকছেন।
বাংলাদেশের ক্রিকেটের চাহিদার তুলনায় ২৫ হাজার টিকিটে কখনোই প্রত্যাশা পূরণ সম্ভব নয়। ফলাফল ফাইনালের টিকিট সে কারণেই চলে গেছে সাধারণ দর্শকদের নাগালের বাইরে।
তবে এর মধ্যে আবার এক প্রকার ভণ্ড-অসাধু কালোবাজারীদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভারত-বাংলাদেশ শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট অবৈধ উপায়ে বাজারে ছেড়েছে। সেটিও আবার নকল টিকিট। নকল টিকিট কেটেও অনেক সমর্থক প্রতারিত হচ্ছেন।
এসব টিকিট কিনে অনেকেই নিজেদের ভুল বুঝতে পারছেন। তারা জানান, ফাইনালের জন্য টিকিটের জন্য যে হাহাকার, এমনটা আগে কখনোও দেখা যায়নি।
সুত্র: বাংলা মেইল