মিরপুরে বৃষ্টি নেই, মাঠ কর্মীদের তৎপরতা শুরু
প্রকাশিত হয়েছে : ৭:৫১:৪২,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৬ | সংবাদটি ৮৩১ বার পঠিত
মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টি থেমেছে। চলছে মাঠ কর্মীদের তৎপরতা। এখনও মাঠের ত্রিপল সরানো হয়নি। ত্রিপলের উপর থাকা পানি সরানোর চেষ্টা চলছে।
সন্ধ্যা ছয়টার পর এশিয়া কাপের ফাইনাল ম্যাচের আগে ঝড়-বৃষ্টি হানা দেয়। এতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাট হয়। বন্ধ হয়ে যায় ফ্লাডলাইট। অবশেষে লাইট পুনরায় চালু হয়েছে।
এদিকে মাশরাফিরাও পৌঁছে গেছেন মাঠে। আশা করা হচ্ছে বিলম্বিত হলেও শুরু হবে খেলা। কম ওভারে খেলা হলেও জমবে বহু আকাঙ্ক্ষিত এ ম্যাচ। সাড়ে আটটার দিকে সিদ্ধান্ত জানা যাবে। ফাইনাল ম্যাচের জন্য রাত ১০টা ৪৬ মিনিট অবধি অপেক্ষা করা হবে। ন্যুনতম ৫ ওভারের ম্যাচও যাতে হয়, সে চেষ্টা চলবে।
রোববার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটা কখন শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কোনো রিজার্ভ ডে না থাকায় বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশ-ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হবে।
সুত্র: বাংলা মেইল