হুইপ সেলিম উদ্দিন এমপিকে সংবর্ধনা দেবে আমরা সীমান্তবাসী ৬নং সুলতানপুর
প্রকাশিত হয়েছে : ৯:৫১:৪৮,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৬ | সংবাদটি ১৩০২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ, পররাস্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দিনকে সংবর্ধনা দেবে আমরা সীমান্তবাসী ৬নং সুলতানপুর ইউপি। ৯মার্চ বুধবার সকাল ১০টায় গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।
আজ রোববার সকাল ১০টায় সংবর্ধনা সভা সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আমরা সীমান্ত বাসীর আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও হাজী আব্দুল আজিজ তাপাদার একাডেমীর পরিচালক মস্তাক আহমদ মছনুর পরিচালনায় বক্তব্য দেন অধ্যক্ষ মা্ওলানা আব্দুল মন্নান, সুপার মাওলানা মাসুক আহমদ, হাজী আতাউর রহমান, মো: ফয়জুর রহমান, রাজনীতিক মো: রফিকুল ইসলাম, মো: আব্দুল আহাদ, মো: আব্দুল মুতলিব, সমাজসেবী জাহেদ আহমদ তাপাদার ও সংগঠক মো বদরুল ইসলাম তাপাদার প্রমূখ। ঐদিন সন্ধ্যায় বাবুর বাজারে ইউপি জাতীয় পার্টির সভাপতি আব্দুল মুতলিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিউর রহমানের পরিচালনায় প্র্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুব সংহতির আহ্বায়ক মো: জালাল উদ্দিন। বিশেষণ অতিথি ছিলেন প্রবাসী নেতা আনোয়ার হোসেন খান, উপজেলা জাপার প্রচার সম্পাদক মো: আব্দুল আহাদ, উপজেলা জাপা নেতা শামীম আহমদ খান মেম্বার, ইউপি যুব সংহতির সভাপতি সাহাব উদ্দিন সাবু প্রমূখ।
আমরা সীমান্তবাসী সংগঠনের আহ্বায়ক জালাল উদ্দিন জানান আমাদের ৬নং সুলতানপুর ইউপি নানাভাবে অবহেলিত। ইউনিয়নের বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। এ নদী ভাঙ্গনে অনেক মানুষকে নি:স্ব করেছে। সংগঠনের ব্যানারে হুইপ সেলিম উদ্দিন এমপিকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আশাকরি তিনি এ এলাকার মানুষের দাবি পূরণে এগিয়ে আসবেন।