হাড়িকান্দি মাদ্রাসার মুহতামিম আব্দুল গনি অসুস্থ, হাসপাতালে ভর্তি
প্রকাশিত হয়েছে : ১:২২:৩২,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৬ | সংবাদটি ১৯৮৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের সন্তান, প্রখ্যাত আলেমে দ্বীন, জামেয়া হাড়িকান্দি মাদ্রাসার মুহতামিম শায়খ আব্দুল গণী গুরুতর অসুস্থ হয়ে সিলেট নগরীর মাউন্ট অ্যাডোরা হাসপাতালের অষ্টম তলার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘদিন থেকে ডায়বেটিস ও কিডনী রোগে ভূগছেন। তবে কোমর ব্যাথায় তিনি শনিবার হাসপাতালে ভর্তি হলেও শারীরিক অবস্থান অবনতি হলে তাকে আ্ইসিইউতে স্থানান্থর করা হয়।