জকিগঞ্জের মনসুরপুর রাস্তায় এমপির বরাদ্ধ, গ্রামবাসীর কৃতজ্ঞতা
প্রকাশিত হয়েছে : ৩:২৩:২৬,অপরাহ্ন ০৮ মার্চ ২০১৬ | সংবাদটি ৭৬৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সংসদের বিরোধী দলীয় হুইপ, জকিগঞ্জ-কানাইঘাটের এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন জকিগঞ্জের মনসুরপুর গ্রামের ৫০০মিটার রাস্তা পাকাকরণে বরাদ্ধ দিয়েছেন। গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এ রাস্তাটি। অবশেষে বাস্তবায়ন হওয়ায় সেলিম উদ্দিন এমপিকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন গ্রামবাসীসহ সংশ্লিষ্ট এলাকাবাসী।
গ্রামের মাসুম আহমদ চৌধুরী জানান জনগুরুত্বপূণ এ রাস্তা দিয়ে ফুলতলী কামিল মাদ্রাসা, জিএমসি স্কুল এন্ড কলেজসহ অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করেন। ইতোমধ্যে রাস্তাটি টেন্ডার হয়েছে। ওয়ার্ক অর্ডারও শেষ। এখন কাজ শুরু হওয়ার কথা। কিন্তু কেউ কেউ অন্যত্র রাস্তাটির বরাদ্ধ অনিয়মতান্ত্রিকভাবে নিতে চান। যথাস্থানে যথা সময়ে দ্রুত কাজ শুরু হবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।