ভর্তি ফি দিয়েও পরীক্ষার প্রবেশ পত্র মেলেনি বিএ পরীক্ষার্থী পারভীনের; নারী দিবসেও অধিকার বঞ্চিত
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:৫৫,অপরাহ্ন ০৯ মার্চ ২০১৬ | সংবাদটি ৮০৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:জকিগঞ্জের হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের কর্তৃপক্ষের কাছে যথাসময়ে পরীক্ষার ফি জমা দিয়েও কর্তৃপক্ষের অবহেলায় প্রবেশপত্র আসেনি এবং পরীক্ষাও দিতে পারেনি পারভীন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন নম্বর-২৯৪২৭৪২, শ্রেণী রোল নম্বর ৩০৭ দ্বিতীয় বর্ষের ডিগ্রী পরীক্ষার মঙ্গলবার প্রথম দিন ছিল।
জানা গেছে গত বছরেও ৪জন পরীক্ষার্থীর প্রবেশ পত্র নিয়ে জঠিলতা দেখা দেয়। পরে ১জন মাত্র শিক্ষার্থী পরীক্ষা থেকে বঞ্চিত হয়। এবারো শিক্ষার্থী পারভীন পরীক্ষা থেকে বঞ্চিত হলো। অভিযোগ রয়েছে, অধ্যক্ষ কলেজে একটি সিন্ডিকেট চক্র গড়ে তুলে অতিরিক্ত ফি আদায় করেন। শিক্ষার্থীর মামা আজাদ জকিগঞ্জ বার্তাকে জানান বিষয়টি নিয়ে অধ্যক্ষের সাথে বার বার কথা বলি। তিনি ভূল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়েও তার কোনো সমাধান পাইনি। বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে, এবারে ডিগ্রী পরীক্ষায় পারভীন অংশ নিতে পারবে না। এ যে ক্ষতি হলো, তা সত্যিই খুবই কষ্টের।
শিক্ষার্থীর বড় ভাই সুজন আল হাসান জানান আমার বোন যথা সময়ে টাকা জমা দিলেও কলেজ কর্তৃপক্ষ মারাত্মক অবহেলা করে তাকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। নারী দিবসে আমার বোনের অধিকার কেড়ে নেওয়া হলো। সেই দিনে বোনটি কাদছে। পারভীনের যে অপূরনীয় ক্ষতি হয়েছে, তা পূরণ করবে কে? এমনটাই প্রশ্ন সুজন আল হাসানের।