এমপি সেলিমকে সংবর্ধনা দিতে প্রস্তুত সুলতানপুর ইউপিবাসী, সড়কে তোরণ নির্মাণ
প্রকাশিত হয়েছে : ১:২৮:৫৪,অপরাহ্ন ০৯ মার্চ ২০১৬ | সংবাদটি ১১৪৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ, পররাস্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দিনকে সংবর্ধনা দেবে আমরা সীমান্তবাসী ৬নং সুলতানপুর ইউপি। আজ বুধবার সকাল ১০টায় গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে। ঐদিন স্কুল এন্ড কলেজের একাডেমীক বিভাগের দ্বিতল ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি।
ইতোমধ্যে মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। জকিগঞ্জ-সিলেট সড়কের সভাস্থলের আগ পর্যন্ত সেলিম উদ্দিন এমপিকে শুভেচ্ছা জানিয়ে বেশ কয়েকটি তোরণ নির্মাণ করা হয়েছে।
আমরা সীমান্তবাসী সংগঠনের আহ্বায়ক জালাল উদ্দিন জানান আমাদের ৬নং সুলতানপুর ইউপি নানাভাবে অবহেলিত। ইউনিয়নের বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। এ নদী ভাঙ্গনে অনেক মানুষকে নি:স্ব করেছে। সংগঠনের ব্যানারে হুইপ সেলিম উদ্দিন এমপিকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আশাকরি তিনি এ এলাকার মানুষের দাবি পূরণে এগিয়ে আসবেন।