যেভাবে দিনদুপুরে ৫০, ০০০টাকা ছিনতাই, উদ্বিগ্ন ব্যবসায়ী ও প্রবাসীরা
প্রকাশিত হয়েছে : ২:১০:২৩,অপরাহ্ন ০৯ মার্চ ২০১৬ | সংবাদটি ১৭৪৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: গুরুতর অপরাধ জকিগঞ্জে ঘটলেও্ ছিনতাইয়ের সংবা্দ তেমন পাওয়া যায় না। দু‘একটি মাঝে–মধ্যে ঘটতে পারে, তবে সেটি বড় ধরনের না হওয়াতে মিডিয়ায় ফলাও হয় না। কিন্তু পৌর এলাকায় দিন–দুপুরে ছিনতাই ঘটনায় ব্যবসায়ী ও প্রবাসীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
রবিবার দুপুরে। জকিগঞ্জ–কালীগঞ্জ সড়কের পৌর এলাকার অদূরে ছবড়িয়া এলাকায় ছিনতাইর শিকার হওয়া খলাছড়া গ্রামের মৃত আব্দুল মন্নান ফখা মিয়ার ছেলে জাহেদ আহমদ (২০) জকিগঞ্জ বার্তাকে জানান, বাবুর বাজার মাহবুব টেলিকম থেকে সৌদি প্রবাসী আমার বড় ভাইয়ের পাঠানো টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে ছবড়িয়া এলাকায় আসার পর হঠাৎ পেছন থেকে একজন আমাকে মাথায় আঘাত করে। ফের ৬ জনের ছিনতাই দল সিএনজি গাড়ী আমাদের মোটরসাইকেল ধাওয়া দেয়। আমাকে বার বার আঘাত করে, তারা বলছে, টাকা দে নয়তো শেষ করে ফেলবো। কিন্তু না আমি টাকা দিচ্ছি না। চাইলে দৌড় দিতে পারি, কিন্তু বন্ধুকে রেখে পালালে কেমন দেখায়। কারণ তার ব্যবহৃত মোটরসাইলেটি ছিনতাইকারিরা নিয়ে যাবে। অনেক ধস্তাধস্তির পর আমাকে তিনজন রাস্তার বাইরে নীচে ফেলে দেয়। এ সময় বার বার আমাকে লাথি, ঘুষি মারছে তারা। অন্যদিকে আমার ঐ বন্ধুকে দু’জন বেদম পেটাচ্ছে। যখন আমার হুশ চলে যায়, ঠিক তখনই আমার কাছ থেকে ৫০হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারিরা। আমাকে সর্বপ্রথম যে আঘাত করেছে, তাকে দেখলে আমি চিনবো। ফর্সা-সুন্দর ছেলেটির বয়স অনুমান ২০ হবে। পরনে টিশার্ট ও জিন্সের প্যান্ট ছিল। ছিনতাইকারি পাচজনের বয়স ২০থেকে ২৫ এর মধ্যে হবে। এদের বাড়ি জকিগঞ্জের কোনো এক এলাকার মধ্যে হতে পারে, এমন ধারনা আমার। আমি সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছি। জাহেদ কথা বলতে গিয়ে ভয়-আতংকের কথা পূনর্ব্যক্ত করে বলেন আমার সারাটি শরীরে প্রচন্ড ব্যথা করছে। মাথায় কি হয়েছে, তা বুঝতে পারছি না। ওসি সাহেবকে ফোনে বিষয়টি অবহিত করেছি। সুস্থ্য হলে থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদ জকিগঞ্জ বার্তাকে জানান, জকিগঞ্জের ইতিহাসে এভাবে প্রকাশ্যে দিনে-দুপুরে ছিনতাই ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যাতে ভবিষ্যতে এমন ঘটনা করার সাহস না পায়।
জকিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া জানান, এভাবে ছিনতাই ঘটনা আমাদের শংকিত করেছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খান বলেন, ছিনতাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত অর্থে ছিনতাই হলে অভিযোগ আসলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।