জকিগঞ্জে প্রেমিক-প্রেমিকা আটক
প্রকাশিত হয়েছে : ৭:৪৬:৩১,অপরাহ্ন ০৯ মার্চ ২০১৬ | সংবাদটি ৯৩৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌর এলাকার ছিরপাল গ্রামে স্থানীয় জনতার হাতে প্রেমিক-প্রেমিকা আটক হয়েছে। আজ বুধবার আখদ্দস আলীর বাড়ি থেকে তাদের আটক করে পৌরসভায় সোপর্দ করা হয়। প্রেমিকা গোলাপগঞ্জের আলীনগর ইউনিয়নের খলাগ্রামের মৃত কালা মিয়ার মেয়ে এবং প্রেমিক জুনেদ আহমদ জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের ষাইটসৌলা গ্রামের নিয়ামত আলীর পুত্র। প্রেমিক যুগল জকিগঞ্জ বার্তাকে জানায়, দীর্ঘ ৪বছরের প্রেমের সম্পর্ক আমাদের। আমরা বিয়ে করতে চাই। যদিও প্রেমিক এই মূহুর্তে বিয়ে করতে প্রস্তুত বলে জানায়।
এলাকার আব্দুল বাতিন শামীম ও বুরহান উদ্দিন জানান, দীর্ঘদিন থেকে সেই আখদ্দস আলীর বাড়িতে নানা অসামাজিক কার্যকলাপ চলে। আমরা বসন্ত সমাজ কল্যাণ সংস্থার কয়েকজন যুবক গত কয়েকদিন থেকে এসব অপকর্ম প্রতিরোধে সক্রিয় ছিলাম। আজকে সকালে তাদের ধরেছি। মূলত তারা অপকর্ম করতে এসেছিল। ধরা পড়ায় নানা টালবাহানা করছে। বাড়ির মালিক শিল্পি অসামাজিক কার্যকলাপের বিষয়টি অস্বীকার করেন।