সুলতানপুর ইউপিবাসীর ভালোবাসায় সিক্ত হুইপ সেলিম উদ্দিন এমপি
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:২২,অপরাহ্ন ১০ মার্চ ২০১৬ | সংবাদটি ১০৫১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জে আমরা সীমান্তবাসী ৬নং সুলতানপুর ইউপির উদ্যোগে আজ বুধবার দুপুর ১২টায় গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ, পররাস্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দিন এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমরা সীমান্তবাসী ৬নং সুলতানপুর ইউপির আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক জিল্লুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন প্রভাষক আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্য দেন সেলিম উদ্দিন এমপি। তিনি বক্তব্যে বলেন দেশ ও্ জাতির কল্যাণে জাতীয় পার্টি কাজ করছে। গ্রামের রাস্তা-ঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে আমি কাজ করছি। বিশেষ করে নদী ভাঙ্গন রোধে আমার যা যা করার সব করা হবে। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ সহিদাবাদ গ্রামের মসজিদটি নির্মাণে ৫লক্ষ টাকা দান করা হবে। ইছাপুর রাস্তাসহ এলাকার রাস্তা গুলোর বরাদ্ধের কথা পূনর্ব্যক্ত করেন এমপি। তিনি গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের উন্নয়নে ১০লক্ষ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। উপজেলা যুব সংহতি ও আমরা সীমান্তবাসী সংগঠনের আহ্বায়ক মো: জালাল উদ্দিনকে লাঙ্গল উপহার দিয়ে ইউপিবাসীর হাতে তুলে দিয়ে বলেন চেয়ারম্যান পদে তাকে আপনারা সমর্থন দেবেন সেই প্রত্যাশ্যা করছি। অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। বক্তব্য দেন জেলা জাপার সহ-সভাপতি আব্দুস শহীদ লস্কর বসির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ আজির উদ্দিন, থানার ওসি মো: সফিকুর রহমান খান, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, সুপার মাওলানা মাসুক আহমদ, জাপা নেতা আতিকুর রহমান ও আব্দুল আহাদ প্রমূখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহতাব উদ্দিন, প্রধান শিক্ষক মো: কুতুব উদ্দিন, সংগঠক বদরুল ইসলাম তাপাদার প্রমূখ। অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজ, জাপা, আমরা সীমান্তবাসী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট, মানপত্র ও লাঙ্গল উপহার দেন। অনুষ্ঠান শেষে স্কুল এন্ড কলেজের দ্বিতল ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমপি সেলিম উদ্দিন।