জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্স’র পরিচিতি সভা
প্রকাশিত হয়েছে : ৫:১১:২৫,অপরাহ্ন ১১ মার্চ ২০১৬ | সংবাদটি ৭০৬ বার পঠিত
সংবাদ দাতা: ফ্রান্সের রাজধানী প্যারিস নগরীতে বাংলাদেশিদের পরিচিত ত্রলাকা gare du nord স্থানে cafe parissien (জকিগজ্ঞঁ ঐক্য পরিসদ ফ্রান্স) ত্রর ২০১৬-২০১৭ সালের কার্যকরী কমিটির পরিচিতি ও ফ্রান্সে বসবাসরত জকিগজ্ঞঁ উপজেলার স্বপরিবারে সকলের উপস্থিতিতে ত্রক মিলন মেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল মুকিত লস্কর ত্রর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবির উদ্দিন সহ সাধারণ সম্পাদক সালমান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা আব্দুল কাদির, উপদেষ্টা আব্দুন নুর, কোষাধ্যক্ষ আশফাক রাহাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, সহ কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহ প্রচার সম্পাদক হুসাইন মুহাম্মেদ আরিফ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোঃ আব্দুল মুহিত, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন জসিম, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, মহিলা বিষয়ক সম্পাদিকা দিলারা বেগম, কার্যকরী কমিটির সদস্য আব্দুল জলিল পারভেজ, আমিনুর রহমান, সদস্য আব্দুল মালিক লস্কর, দেলোয়ার আহমেদ, সরিফ আহমেদ ও দেলোয়ার হোসেন প্রমুখ। সভা গত রোববারে অনুষ্ঠিত হয়।