প্রচ্ছদ জকিগঞ্জবার্তা জকিগঞ্জ পৌরশহরে এপেক্স’র শো রুম উদ্বোধন রোববারজকিগঞ্জ পৌরশহরে এপেক্স’র শো রুম উদ্বোধন রোববার প্রকাশিত হয়েছে : ৬:৫৭:৪৩,অপরাহ্ন ১১ মার্চ ২০১৬ | সংবাদটি ৭৭৭ বার পঠিত জকিগঞ্জ পৌরশহরের রোকেয়া ম্যানশনে এপেক্স’র শো-রুম এর শুভ উদ্বোধন আগামী রোববার (১৩মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এপেক্স’র পরিবেশক মেসার্স প্রিয়া সুজ’র পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি