জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা, স্বর্ণালংকার লুট
প্রকাশিত হয়েছে : ৩:২০:৫৩,অপরাহ্ন ১২ মার্চ ২০১৬ | সংবাদটি ২১৯৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জে দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা নগদ ১লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আর ডাকাতের হামলায় আহত হয়েছেন প্রবাসী বাছিতের স্ত্রী। স্থানীয়রা জানান, জকিগঞ্জ সদর ইউনিয়নের আনারসি (গদিরাসী) গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মুতলিবের বাড়িতে শুক্রবার দিবারাত অনুমান ২টার দিকে ছিটকারি ভেঙ্গে মুখোশ পরিহিত ডাকাতেরা দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের একটি কক্ষে বেধে রেখে। ডাকাতেরা আলমিরা, সোকেশ’র তালা খুলে নগদ ১লক্ষ টাকা, বেশ কিছু স্বর্ণালংকার লুট করে। এ সময় চিৎকার দিলে প্রবাসী বাছিতের স্ত্রীকে রড দিয়ে আঘাত করে। বিস্তারীত আসছে…………।