খলাছড়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গফুর জকিগঞ্জ বার্তাকে যা বললেন
প্রকাশিত হয়েছে : ১০:০৮:১১,অপরাহ্ন ১২ মার্চ ২০১৬ | সংবাদটি ১৩৯১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের খলাছড়া ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন দলের ইউপি সভাপতি আব্দুল গফুর। আব্দুল গফুর জকিগঞ্জ বার্তাকে জানান, আমি দীর্ঘ ৩০বছর থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। স্কুলে সপ্তম শ্রেণীতে থাকাবস্থায় ছাত্রলীগ, পরে যুবলীগ এবং সর্বশেষ ইউপি আওয়ামী লীগের সাধরণ সম্পাদক ও বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছি। ৫নং ওয়ার্ডে ৪বার নির্বাচিত ইউপি সদস্য ছিলাম। ২০০০সালে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমি বিপুল ভোটে নির্বাচিত হওয়ার কথা ছিল। কিন্তু জালিয়াতি করে আমাকে পরাজিত করা হয়েছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে বিগত ৮মাস ধরে এলাকার ২৮টি মসজিদে গিয়ে নিজের প্রার্থীতা বিষয়ে সকলের সহযোগিতা চেয়ে আসছি। কিন্তু আমাকে দল মনোনয়ন না দিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান কবির আহমদকে দিয়েছে। এ ঘটনায় ইউপির সর্বস্থরের মানুষ ক্ষুব্ধ। মানুষ বলেছেন, তাদের হাতে টাকা থাকলেও আমাদের রয়েছে ভোটের সীল। দলের নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে আমার মনোনয়ন পাওয়ার কথা ছিল। কিন্তু মনোনয়ন না পেলেও আমি নির্বাচন করবো। কারণ হিসেবে তিনি বলেন, বিগত নির্বাচনে মাত্র ১১৭ভোটে আমি পরাজিত হয়েছিলাম। তাই এবার প্রার্থীতা ঘোষণা করলাম।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় আমার ওয়ার্ডের সর্বস্থরের মানুষ আমাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। মাদারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সরকার সিরাজ উদ্দিন। ইউপি সদস্য শাহীন আহমদ লিটনের পরিচালনায় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম আলী, বিশিষ্ট মুরব্বী নেজাম উদ্দিন, সফাত আলী, মুক্তিযোদ্ধা কমর উদ্দিন, আব্দুর নূর প্রমূখ।
গফুর আরও জানান, সমস্যা একটাই আমি গরীব মানুষ, টাকা আমার নেই। তবে আমার সাথে সাধারণ মানুষ আছেন। আমি বিশ্বাস করি, এবার মানুষ আমাকে এই এলাকার খাদেম হিসেবে আমাকে নির্বাচিত করবেন। ইতোমধ্যে মানুষের যে সমর্থন পেয়েছি, সত্যিই আমি অভিভূত। দল যদি আমাকে