ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড়, জকিগঞ্জ বার্তাকে যা বললেন লোকমান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২:২১:২৬,অপরাহ্ন ১৩ মার্চ ২০১৬ | সংবাদটি ৭২২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীকে নিয়ে ফেসবুকে ঝড় বইছে। চলছে নানা আলোচনা-সমালোচনা। আমরা সীমান্তবাসী ৬নং সুলতানপুর ইউপি আয়োজিত গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপিকে লাঙ্গল প্রতিক উপহার দেওয়া হয়। এ সংক্রান্ত ছবিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
কেউ কেউ দাবি করেছেন যে, লোকমান উদ্দিন চৌধুরী আওয়ামী লীগের কান্ডারী হয়ে আরেকটি রাজনৈতিক দলের প্রতিক প্রদর্শনে তিনি থাকবেন কেনো? বলছেন, দলের ভাবমূর্তি নষ্ট করেছেন। তিনি জাতীয় পার্টিতে যোগদান করেছেন, আরেকজন বলছেন তাকে দল থেকে বহিস্কার করা উচিত। আবার তার পক্ষে কেউ বলেছেন যে, তিনি আওয়ামী লীগের নেতা হলেও উদার দৃষ্টি ভঙ্গি লালন করেন। এ বিষয়ে জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্নাকে লোকমান উদ্দিন চৌধুরী জানান, আমি সেদিন সামাজিক সংগঠনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটি গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এবং সে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতিও আমি। তাছাড়া হুইপ সেলিম উদ্দিন এমপি আমাদের সকলের এমপি। মূলত প্রতিষ্ঠানটির স্বার্থে ও্খানে গিয়েছিলাম। সেদিন এমপি ১০লক্ষ টাকা অনুদান শিগগিরই দেয়ার পাশাপাশি একটি বিল্ডিং নির্মাণের অর্থ বরাদ্ধের উদ্যোগের ঘোষণা দেন। এটা আমার বা আমাদের জন্য বড় একটি বিষয়। অনুষ্ঠানের এক পর্যায়ে লাঙ্গল পাগল একজন লাঙ্গল নিয়ে ঘুরছেন। আমি সেটি মজা করে হাতে নিয়েছি। ঐ সময় এমপিকে লাঙ্গলটি উপহারও দেওয়া হয়। সে লাঙ্গল জাতীয় পার্টির, কৃষকের, শ্রমিকের আমাদের সকলের। যারা এ বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনা করছেন, তারা ঐ স্কুল এন্ড কলেজের বিরোধীতা করছেন বা তারা উন্নয়ন চান না। আমরা মন বড় রেখে সামাজিক অনুষ্ঠান গুলোতে যাই। আমি বিএনপি, জামায়াতের মতো দলের কোনো অনুষ্ঠানে যাইনি। বিধায় তারা ফেসবুকে বা ইন্টারনেটে সমালোচনা করবে কেনো? জাপাতে যোগদান এবং দল থেকে বহিস্কারের দাবির বিষয়ে তিনি বলেন এটা একটা বিষয় হলো যে, যা খুশি তারা অপপ্রচার চালাবে।
আমরা সকলে মিলে কাদে কাদ মিলিয়ে জকিগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। উদার দৃষ্টিভঙ্গি লালন করি। যারা আমার বিরুদ্ধে লিখছে, নিশ্চয় তাদের বোধোদয় হবে এমন প্রত্যাশার কথা জানান তিনি।।