সদ্য কমিটিকে প্রত্যাখ্যান ও আব্দুল্লাহ সিদ্দিকীকে অবাঞ্চিত ঘোষণা জকিগঞ্জ জাতীয় পার্টির
প্রকাশিত হয়েছে : ২:৪০:৫৪,অপরাহ্ন ১৩ মার্চ ২০১৬ | সংবাদটি ৮২৮ বার পঠিত
সংবাদ দাতা: জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদ্য ঘোষিত উপজেলা ও পৌর কমিটিকে প্রত্যাখ্যান এবং পার্টির জেলা আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকীকে অবাঞ্চিত ঘোষণা করেছে জকিগঞ্জ জাতীয় পার্টি। শনিবার উপজেলার কালিগঞ্জে শ্রমিক পার্টির অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে লিখিত বক্তব্যে জাতীয় পার্টির নেতবৃন্দ এ ঘোষণা দেন। উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক আব্দুল জলিল তার লিখিত বক্তব্যে বলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জকিগঞ্জ-কানাইঘাট জাতীয় পার্টির সমন্বয়কারী আলহাজ্ব শাব্বির আহমদ ৯ টি ইউনিয়ন ও ৮১ টি ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি ঘোষণা করেছিলেন। উপজেলা জাপার সভাপতি মাহবুবুর রহমানের মৃত্যুর পরে ঐ কমিটি বিলুপ্তি ঘোষণা করে আব্দুল জলিলকে আহবায়ক করে নতুন কমিটি গঠন করা হয়। ঐ কমিটি বিলুপ্ত না করেই সিলেট জেলা জাপার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকীর ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তিকে খুশি করতে বাসায় বসে পকেট কমিটি ঘোষণা করেছেন। দু চারজন ছাড়া কমিটিতে যাদের নাম ও পদবী উল্লেখ রয়েছে জকিগঞ্জ জাতীয় পার্টি কোন দিন সাংগঠনিক কোন কাজে তাদেরকে দেখা যায়নি এবং নেতাকর্মীরা তাদেরকে চিনেনও না।
জাতীয় পার্টি ও এরশাদের হাতকে শক্তিশালী করতে সম্মেলনের মাধ্যমে নতুন উপজেলা ও পৌর কমিটি গঠনের দাবী জানান তিনি। লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কসকনপুর ইউপি জাপা সভাপতি আব্দুস সাত্তার মঈন, বারহাল ইউপি সভাপতি তমিজুর রহমান, বারঠাকুরী ইউপি সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান হালন, মানিকপুর ইউনিয়নের সভাপতি মো. রইছ আলী, সাধারণ সম্পাদক নুমান উদ্দিন চৌধুরী, বিরশ্রী ইউপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, খলাছড়া ইউপির সভাপতি আব্দুস সালাম, সুলতানপুর ইউপি সভাপতি আব্দুল মুতলিব, সাধারণ সম্পাদক ওলিউর রহমান, কাজলসার ইউপি সভাপতি ফারুক আহমদ লোদী, সেচ্ছাসেবক পার্টির উপজেলা সাধারণ সম্পাদক শাহারিয়ার ইমন জসিম, যুব সংহতির সাবেক আহবায়ক আব্দুল মতিন, জাপা নেতা হানই মিয়া, খছরু ইসলাম, আব্দুল আহাদ, মো. আলী হোসেন প্রমূখ। এ সময় জাতীয় পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।