আজিজুর রহমান মেম্বারের পিতার ইন্তেকাল; আগামীকাল জানাযা
প্রকাশিত হয়েছে : ৯:১৬:১৩,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৬ | সংবাদটি ৯৪৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সদর ইউনিয়নের হাইলইসলামপুর গ্রাম নিবাসী, ইউপি মেম্বার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুর রহমান মেম্বার ও ব্যবসায়ী বাছিতুর রহমানের পিতা মো: আব্দুল জব্বার (৮০) আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী…….রাজিয়ুন। তিনি সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে ইবনে সিনা, পরে ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালের আইসিইউতে রাখা হয়। অবস্থার গুরুতর অবনতি হলে তাকে স্বজনদের দেখাতে নিজ বাড়িতে আনা হয়।
মৃত্যুকালে স্ত্রী, ৫ছেলে মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় বাড়ির পার্শ্ববর্তী মাঠে জানাযা অনুষ্ঠিত হবে।