জকিগঞ্জে ব্রেক ফেল করে লেগুনা খাদে; নিহত ১
প্রকাশিত হয়েছে : ৭:৫২:৫২,অপরাহ্ন ১৫ মার্চ ২০১৬ | সংবাদটি ২৮৯১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের আটগ্রাম বাস ষ্টেশনের পাশে উচ্চ গ্রাম এলাকায় বিকেল সাড়ে ৫টায় একটি লেগুনা ব্রেক ফেল করে খাদে উল্টে গিয়ে ১জন নিহত ও আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক উচ্চগ্রামের আব্দুল কাদিরের পুত্র লায়েক আহমদ।
আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয় পথচারি অরুন দাস রাজু জানান, আজ মঙ্গলবার বিকেলে আটগ্রাম-জকিগঞ্জ সড়কে লেগুনা গাড়ি ব্রেক ফেল করে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ১জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের পরিচয় জানা যায়নি বলে জানান রাজু।