ভূয়া কাবিননামায় ৫বিয়ে; অবশেষে বিয়ে পাগল যুবক কারাগারে
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:৫০,অপরাহ্ন ১৫ মার্চ ২০১৬ | সংবাদটি ১২৭০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বিয়ে পাগল যুবককে কারাগারে পাঠালেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ খাইরুল আমিন। সে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউপির ডাইকের গুল গ্রামের জাহাঙ্গির আলম ইমরান (২৯)। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা করেন প্রতারিত নাজমা বেগমের বড় ভাই মজনু মিয়া। তিনি জানান আমার বোনকে ২০১২সালে দু’লক্ষ টাকা মোহর সাব্যস্থ করে ঐ যুবক। গত ১বছর থেকে সে আমার বোনের খোজখবর নিচ্ছে না। রোববার সন্ধ্যায় সড়কবাজার থেকে আমরা আটক করি। বিগত ৫ বছরে সে চট্রগ্রামে, সিলেটের টিলাগড়ে, কানাইঘাটের বাউরবাগে ও জকিগঞ্জের ডেমারগ্রাম বেশ কয়েকটি বিয়ে করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের আদালতে হাজির করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, তার বিরুদ্ধে ৪টি বিয়ের অভিযোগ পাওয়া গেছে। ভূয়া কাবিননামা দিয়ে বিয়ে করেছে বলে সে স্বীকারও করেছে। নিয়মিত মামলা দিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। কাজলসার ইউপি চেয়ারম্যান মো: আব্দুর রশিদ বাহাদুর জানান, বিভিন্ন এলাকায় সে ফন্দি করে বহু বিবাহ করেছে। ডেমারগ্রামে একটি মেয়েকে সে বিয়ে করে। ২লক্ষ টাকা মোহরানার মধ্যে ১লক্ষ টাকা দিয়ে বিয়ে শেষ করতে চাইলেও সে রাজি হয়নি। ওই প্রতারক যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে তিনি মনে করেন।