আজিজুর রহমান মেম্বারের পিতার দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ৩:১৯:১৭,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৬ | সংবাদটি ৬৪১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সদর ইউনিয়নের হাইলইসলামপুর গ্রাম নিবাসী, ২নং ওয়ার্ডের সদস্য, মেম্বার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুর রহমান ও ব্যবসায়ী বাছিতুর রহমানের পিতা মো: আব্দুল জব্বারের জানাযা মঙ্গলবার বেলা ১১টায় বাড়ির পার্শ্ববতী মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
জানাযা পূর্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেন অধ্যক্ষ্ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জেলা উত্তর জামায়াতের আমীর হাফেজ আনোয়ার হোসাইন খান, ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক ও অধ্যক্ষ নেজাম উদ্দিন খান, মরহুমের দু’পুত্র যথাক্রমে আজিজুর রহমান ও বাছিতুর রহমান। জানাযায় বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান, বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, পরিচালক এনামুল হক মুন্না, জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস চেয়ারম্যান আহসান হাবীব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, বিএনপি নেতা মঈন উদ্দিন, আব্দুর রউফ ময়নুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি হেলাল আহমদ, সেক্রেটারি আবু রুশদ মো: ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাসান আহমদ, ইউপি সদস্য সামছুর রহমান কাজল, বেলাল আহমদ রুনু প্রমূখ।