জকিগঞ্জ পৌরসভার ভূমিদাতার স্ত্রীর ইন্তেকাল; স্পেন প্রবাসী পুত্রের দেশে ফেরার পর জানাযা
প্রকাশিত হয়েছে : ৬:৫৪:০৭,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৬ | সংবাদটি ৯৭৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌরসভা কার্যালয়ের ভূমি দাতা, বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সেক্রেটারি, মাইজকান্দি গ্রামের মরহুম আব্দুল মন্নানের স্ত্রী খয়রুন নেছা (৭০) নিজ বাড়িতে মঙ্গলবার দিবারাত সাড়ে ১২টায় আকস্মিক ইন্তেকাল করেন। ২ছেলে, ৪মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাখাংকী রেখে গেছেন। স্পেন প্রবাসী পুত্র সোহেল আহমদ দেশে ফেরার পর জানাযা অনুষ্ঠিত হবে।
মরহুমার পুত্র মাওলানা ছালেহ আহমদ আহমদ জানান, ছোট ভাই সোহেল স্পেন থেকে রওয়ানা দিয়েছে। সে না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ইতোমধ্যে সিলেটের একটি ক্লিনিক থেকে আনা কফিন বকসে মাকে রাখা হয়েছে। আশাকরি কোনো সমস্যা হবে না। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে অর্থাৎ আছরের নামাজের পর মাইজকান্দি মাদ্রাসা মাঠে জানাযা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।