ফেসবুকে পরিচয়, জকিগঞ্জ এসে পরিণয়
প্রকাশিত হয়েছে : ৪:০৪:৪৭,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৬ | সংবাদটি ১৭৪৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে পরিচয় অত:পর বন্ধুত্ব আর সেই সুত্র ধরে সূদূর ঢাকার বিক্রমপুরের মেয়ে হাফছা প্রেমিকের খোজে এসে জকিগঞ্জ। অবশেষে পরিণয়ে আবদ্ধ হলো প্রেমিক-প্রেমিকা। দীর্ঘ প্রায় দু’বছর ফেসবুক ও মোবাইল ফোনে তাদের মধ্যে হৃদ্যিক সম্পর্ক গড়ে উঠে। মুন্সিগঞ্জ জেলার নমলাকান্দি ইউনিয়নের লৌজুন ইউনিয়নের হাফছার সাথে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের নোয়া গ্রামের ঝকি আহমদ মন্টুর একমাত্র পুত্র মোস্তাফিজুর রহমান সেতুর মন দেয়া-নেয়ার মধ্য দিয়ে গভীর সম্পর্ক হয়ে যায়।
অবশ্য বুধবার সন্ধ্যায় কাজী ডেকে দেড় লক্ষ টাকা মোহর সাব্যস্থ করে বিয়ে দেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক গং। জানা গেছে, হাফছার পরিবারের বাসা ঢাকার বিক্রমপুরে। মা, ৪ভাই ও ২বোন নিয়ে তাদের পরিবার। হাফছা ঢাকার স্থানীয় একটি মাদ্রাসা থেকে ক্বোরআনের কয়েক পারা মুখস্থ করেছে। পাশাপাশি নবম শ্রেণীতে অধ্যয়রত ছিল। সম্প্রতি ঢাকা থেকে সিলেট আসে হাফছা (১৬)।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন শাকিল জানান, মেয়েটি একা ঢাকা থেকে সেতুর বাড়ি এসেছে। মেয়েটি বিয়ের জন্য চাপ দিতে থাকলে সেতুর মা বিষয়টি মেনে নেননি। ঐ মেয়েটিকে মানসিক নির্যাতন করা হচ্ছে জেনে আমি সহযোগিতা করি। মেয়েটির দাবির প্রেক্ষিতে বিয়ে করতে বাধ্য হয় সেতু। তার বাড়ি থেকে নগদ ১লক্ষ টাকা ও সোনা-গয়না নিয়ে পরিবারের অগোচরে চলে এসেছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গত ৩দিন থেকে হাফছা বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু তারা ঐ মেয়েটিকে মেনে নিতে পারেনি। পরে বিভিন্ন্ সুত্রধরে নিশ্চিত হয় যে, ভালো এবং অভিজাত পরিবারের মেয়ে হাফছা। শুধু তাই নয়, সংবাদকর্মীরা বিষয়টি জেনে যাওয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানান স্থানীয়রা।