বিরশ্রী, সুলতানপুর ও মানিকপুর ইউপিতে বিএনপির প্রার্থী নির্ধারণ
প্রকাশিত হয়েছে : ২:৪১:৩০,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৬ | সংবাদটি ১২৯০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের সুলতানপুর ইউপিতে উপজেলা বিএনপির সাবেক সদস্য মো: মুজিবুর রহমানকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল বিকেলে পৌরশহরস্থ ইখওয়ান সেন্টারে দলের সভায় ভোট গ্রহণ শেষে তার প্রার্থীতা ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সফিকুর রহমান জানান ইতোমধ্যে বারহালে বুরহান উদ্দিন রনি, জকিগঞ্জে হাসান আহমদ, বারঠাকুরীতে নাছির উদ্দিনকে মনোনয়ন দেয়ার পর বিরশ্রীতে দলের ইউপি কমিটির সদস্য জয়নাল আবেদীন চৌধুরী, মানিকপুর ইউপিতে দলের উপজেলা সভাপতি হেলাল আহমদ চৌধুরীকে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে আলোচনা করে মনোনীত করা হয়েছে।
সুলতানপুর ইউপির প্রার্থীদের মধ্যে ভোট গ্রহণের পর সর্বাধিক ভোট পেয়ে মুজিবুর রহমান নির্বাচিত হন। কাজলসার ইউপিতে দলের দু’প্রার্থী আলহাজ্ব চেরাগ আলী ও মোস্তাক আহমদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। শিগগির ভোটের মাধ্যমে তাদের মধ্য থেকে একজন নির্ধারণ করা হবে। বাকি ইউপি গুলো যথাশীঘ্র প্রার্থীতা সম্পন্ন করা হবে।