জকিগঞ্জে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৩:০৯:৫২,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৬ | সংবাদটি ৪৫১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস জকিগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।
উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার দেবব্রত দাস, উপজেলা শিক্ষা অফিসার মো: রফিজ মিয়া, সহকারি শিক্ষা অফিসার বিরেন্দ্র দাস, উপজেলা মৎস্য অফিসার মো: আনিছুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: আব্দুল মুহাইমিন চৌধুরী প্রমূখ।