জকিগঞ্জের রারাই গ্রামে বিদ্যুৎ উদ্বোধন করলেন আল্লামা হবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ১১:২৪:৩৯,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৬ | সংবাদটি ১৬৯৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের রারাই গ্রামের ১২৩মিটারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। স্বাধীনতার পর বিদ্যুৎ সুবিধা পেলো এ গ্রামের শত শত মানুষ। বিদ্যুৎ উদ্বোধন উপলক্ষ্যে গ্রামটির মানুষ আনন্দে উদ্বেলিত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, আমেরিকা প্রবাসী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদার, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান তাপাদার, ব্যবসায়ী মো: আব্দুল ওয়াদুদ তাপাদার, ইউপি সদস্য বেলাল আহমদ রানা, শিহাব উদ্দিন, ফখরুল ইসলাম, রিয়াজ উদ্দিন, জালাল উদ্দিন, মাওলানা সিরাজ উদ্দিন, খায়ের আহমদ, আব্দুস শহীদ, সাহাব উদ্দিন সাবু, মো: নজরুল ইসলাম, ফারুক আহমদ, হাফেজ সাবেল আহমদ, প্রবাসী আলতা মিয়া, খলিলুর রহমান, জামিল আহমদ, নজরুল ইসলাম, আহসান হাবীব লায়েক ও মো: শাফি প্রমূখ।
গ্রামের আব্দুল খালিক তাপাদার জানান, তথ্য-প্রযুক্তির এ যুগে বিদ্যুৎ হচ্ছে আমাদের জন্য খুবই প্রয়োজন। বিদ্যুৎ অনেক দেরিতে পেলেও আমরা আনন্দিত। যাদের অক্লান্ত পরিশ্রমে বিদ্যুৎ সুবিধা পাওয়া গেছে, তাদের সকলকে ধন্যবাদ। বলেন প্রত্যেক পরিবারকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া উচিত উল্লেখ করে সুষ্ঠ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।