গুণীজন সংবর্ধনা সফলের লক্ষ্যে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:০২,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৬ | সংবাদটি ৬৩৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের সংবর্ধনা সফলের লক্ষ্যে মতবিনিময় সভা জকিগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গুণীজন সংবর্ধনা পরিষদের সহ-সভাপতি এম এ মালেক চৌধুরী, ক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সহ-সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য আল মামুন, সদস্য রিপন আহমদ, আবু বক্কর মো: ফয়ছল, আল হাসিব, সংবর্ধনা পরিষদের কবি বাছিত ইবনে হাবীব ও আব্দুস ছবুর। সভায় আগামী কাল শনিবার সিলেটের খাদিমনগরে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠান সফল করে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চান সংবর্ধনা পরিষদ।