চিরনিদ্রায় দিতি
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:৫২,অপরাহ্ন ২১ মার্চ ২০১৬ | সংবাদটি ৫৯৫ বার পঠিত
বাদ জোহর চতুর্থ ও শেষ জানাজার পর দিতির ইচ্ছে অনুযায়ী তাঁকে মা-বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।
আজ সোমবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবের সামনে দিতির স্বজন, চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়। এখানে অশ্রুজলে শেষবিদায় জানানো হয় গুণী এই অভিনেত্রীকে।
জানাজায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। দিতির অন্য সহকর্মীদের মধ্যে ছিলেন অভিনেতা আহমেদ শরীফ আলমগীর, ওমর সানী, অভিনেত্রী চম্পা, আফসান আরা বিন্দু, নাসরিন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ, এস এ হক অলীক প্রমুখ।
এরপর দিতির মরদেহ নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তাঁর গ্রামের বাড়িতে।
গতকাল রবিবার বিকেল ৪টা ৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি। এরপর বাদ এশা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর লাশ রাখা হয় ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। – See more at: http://www.dhakatimes24.com/2016/03/21/106476#sthash.Pr7DJAtS.dpuf