ফুঁসছে টাইগার সমর্থকরা
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:৩৪,অপরাহ্ন ২১ মার্চ ২০১৬ | সংবাদটি ৫০৪ বার পঠিত
আইসিসি ও তিন মোড়লের প্রতি ধিক্কার জানিয়ে টাইগারদের শুভানুধ্যায়ীরা সোমবার বিকেলে বিশাল মানববন্ধন করেছেন শাহবাগের জাদুঘরের সামনে। সময় যত গড়িয়েছে ভিড় তত বেড়েছে। একপর্যায়ে মানববন্ধন রূপ নেয় বিক্ষোভে।
তাদের চোখে-মুখে ক্ষোভ আর তীব্র ক্রোধের মূর্তিমান ছায়া। কেউ ব্যানার হাতে, কেউ বা পতাকা হাতে স্লোগান দেন ‘আইসিসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘তাসকিন-সানী নিষিদ্ধ কেন, আইসিসি জবাব দে’।
তাদের হাতে বাংলা ও ইংরেজিতে লেখা প্লাকার্ড-ব্যানারে উৎকীর্ণ ছিল ‘শেম অন আইসিসি’, ‘বয়কট আইসিসি’, ‘সেভ ক্রিকেট ফ্রম আইসিসি অ্যান্ড বিগ থ্রি’ ‘উই ওয়ান্ট তাসকিন-সানি ব্যাক’, ‘ভয় পেয়ো না মাশরাফি, পাশেই আছে বাংলাদেশ’ প্রভৃতি স্লোগান।
বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি, মাশরাফি বিন মুর্তজা ফ্যানস কমিউনিটি, তাসকিন আহমেদ ফ্যানস কমিউনিটি, সাকিব আল হাসান ফ্যানস কমিউনিটি, ক্রিকপ্লাটুন, ক্রিকেট ফ্লিক, লাইটার ইয়ং ফাউন্ডেশন প্রভৃতি সংগঠনের পাশাপাশি মানববন্ধনে অংশ নেন সাধারণ মানুষ।
ক্রিকেট ফ্যানস ইউনিটির সদস্য ফরমান আলী বলেন, তিন মোড়লই যদি সব নিয়ন্ত্রণ করে, তাহলে বিশ্বকাপ না বলে একে ত্রিদেশীয় টুর্নামেন্ট বলাই শ্রেয়। দিনের আলোর মতো স্পষ্ট, আমাদের ক্রিকেটকে ধ্বংসের অপচেষ্টা হচ্ছে। কিন্তু টাইগার সমর্থকরা চুপসে যাবে না। এগারো বীরের পাশে আমরা ছিলাম, আছি, থাকব।
বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটির আহ্বায়ক সঞ্জীবন সুদীপ বলেন, “তারা সোহাগ গাজীকে থামিয়ে দিয়েছে, আশরাফুলকে ফাঁদে ফেলেছে, এখন তাসকিন-সানিকে থামানোর চেষ্টা করছে।”
তিনি জানান, আইসিসির নিয়মেই তাসকিনকে নিষিদ্ধ করা যায় না, অথচ তড়িঘড়ি করে তারা সিদ্ধান্ত নিয়ে নিল।
সমাবেশে ক্রিকেট-ভক্তরা বলেন, বাংলাদেশ ক্রিকেট যখন উঠে দাঁড়াচ্ছে, তখন ওই তিন মোড়ল নানা ধরনের ষড়যন্ত্র করছে। আর ভারতে গেলেই এ সমস্যা হয়।
তারা বিসিবিকে আইনি লড়াইয়ে যাওয়ার দাবি জানিয়ে আশা করেন, সব ষড়যন্ত্র ছিড়ে শিগগিরই তাসকিন-সানি মাঠে ফিরে আসবেন।
– See more at: http://www.dhakatimes24.com/2016/03/21/106538#sthash.PONzSxhf.dpuf