বারহাল ১ম নবদিগন্ত ফুটবল ক্লাবের ফাইনাল খেলা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৫:৪৫:৪৫,অপরাহ্ন ২২ মার্চ ২০১৬ | সংবাদটি ৭৫৯ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্ট: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (৪০ ঘর) এর আয়োজনে ১ম বারের মত নবদিগন্ত ফুটবল টুর্নামেন্টের এর ফাইনাল খেলা গত সোমবার নিজ মোহাম্মদ পুর মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব বনাম ওরা এগার জন বুরহান পুর এর মধ্যকার ফাইনাল খেলায় নিজ মোহাম্মদ পুর স্পোর্টিং ক্লাব টাইব্রেকার এর মাধ্যমে জয় লাভ করে।
পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বারহাল ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব জাকির আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাল ইউ/
এছাড়াও উপস্থিত ছিলেন,তরুন সমাজ সেবী আব্দুল কাদির, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের সহকারি শিক্ষক নির্মল দাস ও জাহেদ আহমদ সহ প্রমুখ।
ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন কাওসার আহমদ ও উজ্জ্বল আহমদ।
ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিলেট জেলার আঞ্চলিক ধারাভাষ্যকার মাজেদ আহমদ চৌধুরী।