জকিগঞ্জ বাজার থেকে মৃত মহিষের মাংস উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১:৪৫:২০,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৬ | সংবাদটি ১৫০৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ বাজার থেকে মৃত মহিষের মাংস উদ্ধার করে তা মাটিতে পুতে ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা অভিযান চালিয়ে উদ্ধার করে। প্রধান সহকারি মো: মনিরুজ্জামান জানান, মাইজকান্দি গ্রামের ময়ুর আলীর পুত্র রফিক আহমদ মহিষটি লোক দেখানো জবাই করে, তা বাজারে বিক্রি করছে। অভিযোগ পাওয়ার পর পরই মৃত মহিষের মাংস গুলো টেলা দিয়ে পৌরসভায় নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মহোদয়ের অনুমতিক্রমে মাংস গুলো মাটিতে পুতে ফেলা হয়। সরেজমিনে গেলে মাংস বিক্রেতা রফিকসহ তার সহযোগিরা এ প্রতিবেদক এবং একই সাথে বাজার ব্যবসায়ী কমিটির পরিচালক হওয়ায় তাকে তাদের দোষ অস্বীকার করে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতে এমন অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না। বিষয়টি মেয়র হাজী খলিল উদ্দিন ও পৌরসভার প্রধান সহকারি মো: মনিরুজ্জামানের সাথে কথা বলে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পরামর্শ দেন তিনি। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পরে কেরোসিন ঢেলে মাটিতে মাংস পুতে ফেলা হয়। তবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম সিলেটে থাকায় জেল-জরিমানা কিছুই দেয়া সম্ভব হয়নি বলে জানা গেছে। অভিযুক্ত রফিক জানায়, ২৫হাজার টাকা দিয়ে এ মহিষটি বিরশ্রীর বিপক গ্রাম থেকে কিনে এনেছি।