জকিগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২:২১:০৫,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৬ | সংবাদটি ৬৯৫ বার পঠিত
সংবাদ দাতা: জকিগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কর্মশালা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট সিলেট ও জকিগঞ্জ পৌরসভার আয়োজনে ২২ মার্চ জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মনিরুজ্জামান,প্রধান সহিকারী জকিগঞ্জ পৌরসভা, প্রধান অতিথি ছিলেন মোঃ এনামুল কবির,উপ পরিচালক,এমআরএস ইউ এলজিইিডি অফিস সিলেট।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জনাব সুশন্ত কুমার রায়,অতিরিক্ত প্রধান প্রকৌশলী,এলজিইডি অফিস,সিলেট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী,জকিগঞ্জ, দেবব্রত দাশ,উপজেলা সমাজ সেবা অফিসার জকিগঞ্জ। স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর সাহাব উদ্দিন আহমদ। আলোচনায় অংশ নেন প্যানেল মেয়র কামরুজ্জামান, দেলোয়ার হোসেন নজরুল, রিপন আহমদ ,প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, সাবেক কাউন্সিলর ময়নুল হক রাজু, সাবেক কাউন্সিলর জোসনা খানম, সংগঠক মুসলেহ উদ্দিন সুহেল। কর্মশালায় পৌরকর, পানি, হিসাব, ট্রেডলাইসেন্স, ভৌত অবকাঠামো -বেইজম্যাপ প্রস্তুত, কমিউনিটি মোবালাইজেশন সাপোর্ট ও আনুষাঙ্গিক বিষয়ে কর্মপত্র উপস্থাপন করেন সহকারী পরিচালক(অর্থ) সাইফুল ইসলাম, সহকারী পরিচালক(আরবান) শাহ মুহাম্মদ বদরুল হাসান, সহকারী পরিচালক (কমিউনিটি মোবালাইজেশন) মিজানুর রহমান। কর্মশালায় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ,সাংবাদিক, ব্যবসায়ী, নারী নেত্রীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, জকিগঞ্জ পৌরসভায় সকল কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেবা বাড়ানোর পর পৌর ট্যাক্স বাাড়ানোর মাধ্যমে পৌরসভাকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করতে হবে। কর্মশালায় জানানো হয় পৌরসভার সক্ষমতা বাড়ানোর পর জকিগঞ্জ পৌরসভাকে ‘মিউনিসিপ্যাল গভারন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট(এমজিএসপি)র আওতায় আনা হবে।