সাবেক এমপি প্রার্থীসহ দু’জনকে জেল দিলেন জকিগঞ্জের ইউএনও
প্রকাশিত হয়েছে : ৭:১১:৩৩,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৬ | সংবাদটি ২০০২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বিগত ২০০৮সালের নির্বাচনে জকিগঞ্জ-কানাইঘাট আসনের স্বতন্ত্র এমপি পদ-প্রার্থী ও জকিগঞ্জ উপজেলার মনসুরপুর গ্রামের মো: জুবায়ের আহমদ চৌধুরী (৫৫) ও একই গ্রামের মো: আব্দুল মানিক চৌধুরীকে ৭দিনের জেল দিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, মৎস্য সংরক্ষণ আইনে তাদের দু’জনকে গত সোমবার ভ্রাম্যমান আদালত বসিয়ে জেল দেওয়া হয়েছে।