সেই মৃত মহিষের মাংস বিক্রতাকে ২৫হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:৩৫,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৬ | সংবাদটি ৮৯৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মৃত মহিষের মাংস বিক্রেতা মাইজকান্দি গ্রামের মৃত ময়ুর আলীর পুত্র রফিক আহমদকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে জকিগঞ্জ পৌরসভা এ জরিমানা আদায় করে। প্রধান সহকারি মো: মনিরুজ্জামান জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল জকিগঞ্জ বাজার থেকে মৃত মহিষের মাংস উদ্ধার করে মাটিতে পুতে ফেলা হয়। আজ তাকে ২৫হাজার টাকা জরিমানা ও জীবনে করবে না বলে একটি স্ট্যাম্পে সই দেয় রফিক।
এদিকে মৃত মহিষের মাংস বিক্রি নিয়ে অনলাইনে তোলপাড় চলছে। অনলাইন ব্যবহারকারিরা জকিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটিকে দোষারুপ করে প্রতিবাদের ঝড় তুলে। অবশ্য বাজার কমিটির কেউ কেউ এ ঘটনার সাথে জড়িতদের কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় সংশ্লিষ্টদের।