জকিগঞ্জের অহংকার কবি কালাম আজাদের ৫ম কাব্যগ্রন্থ “বয়েসী প্রপঞ্চ”র প্রকাশনা উৎসব আগামীকাল
প্রকাশিত হয়েছে : ৭:৫৩:৫৩,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৬ | সংবাদটি ৯২৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জের অহংকার সদ্য রাগীব-রাবেয়া সাহিত্য পদক প্রাপ্ত অধ্যক্ষ্ কবি কালাম আজাদের ৫ম কাব্যগ্রন্থ “বয়েসী প্রপঞ্চ” এর প্রকাশনা অনুষ্টান আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট শহরস্থ মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এ বই মেলায় অনুষ্টিত হবে।
কবি কালাম আজাদ ফাউন্ডেশনের সভাপতি কবি মুকুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহাজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড রিজাউল ইসলাম।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, কেমুসাসের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, কবি লাভলী চৌধুরী, গল্পকার সেলিম আউয়াল, কর্নেল সৈয়দ আলী আহমদ, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব।