জকিগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১:০৬:৩৯,অপরাহ্ন ২৬ মার্চ ২০১৬ | সংবাদটি ১২১৮ বার পঠিত
সংবাদ দাতাঃ হেফাজতে ইসলাম সিলেট জেলার নেতা আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান বলেছেন, এদেশে কার্লমার্কস, লেলিন ,স্টালিন বা মওসেতুং এর নয়। এদেশ বখতিয়ার খিলজী, খানজাহান আলী, হযরত শাহজালাল রহ. ও শহীদ তিতুমিরের দেশ। এ দেশে ধর্ম নিরপেক্ষতার আমদানি,সংবিধান থেকে ইসলাম ধর্মকে মুছে ফেলার যে কোন ষরযন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হবে। তাই আগামী ২৭ তারিখ যদি রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের রায় দেওয়া হয়, তাহলে রাজপথে তার জবাব দেওয়া হবে এবং উচ্চ আদালতেও এ রায় মোকাবেলা করা হবে। তিনি আজ শুক্রবার বিকেলে হেফাজতে ইসলাম জকিগজ্ঞ উপজেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলছিলেন।
জকিগজ্ঞ পৌর শাখা হেফাজত সভাপতি মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা রায়হান উদ্দীন এবং মাওলানা জয়নুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ,জকিগজ্ঞ উপজেলা হেফাজত সেক্রেটারী মুফতী মাসউদ আহমদ,উপজেলা হেফাজত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান,মাওলানা ফারুক আহমদ,মাওলানা ফরীদ উদ্দীন,মাওলানা আলাউদ্দীন তাপাদার,মুহাম্মদুল্লাহ বুল বুল প্রমূখ।
সমাবেশ শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সরক প্রদক্ষিণ করে এম এ হক চত্বরে এসে শেষ হয়।