ইছামতি হাইস্কুলে অপ্রীতিকর ঘটনায় নিষ্ফল বৈঠক, প্রধান শিক্ষকের কক্ষে তালা ক্ষুব্ধ এলাকাবাসীর
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:১৮,অপরাহ্ন ২৭ মার্চ ২০১৬ | সংবাদটি ১৬২১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইছামতি উচ্চ বিদ্যালয়ে গত বুধবার শিক্ষার্থী কর্তৃক প্রধান শিক্ষককে লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটে। এমন ঘটনায় স্কুলে ম্যানেজিং কমিটি গতকাল বৃহস্পতিবার এলাকার বিশিষ্ট জনদের নিয়ে বৈঠকে বসে। স্কুলের প্রধান শিক্ষক বৈঠকে উপস্থিত না হওয়াতে নিস্ফল হল বৈঠক। পরে প্রধান শিক্ষককে দায়ী করে স্কুলের কক্ষে তালা দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।
ইউপি চেয়ারম্যান আবু জাফর মো: রায়হান জকিগঞ্জ বার্তাকে জানান, বিষয়টির সুরাহা করতে বৈঠকে এলাকার অনেকেই বসেন। কিন্তু প্রধান শিক্ষক উপস্থিত না হয়ে মামলা দায়ের করছেন জেনে ক্ষুব্ধ হন উপস্থিত প্রায় সকলেই।
প্রধান শিক্ষক আজিম উদ্দিন জকিগঞ্জ বার্তাকে জানান, বৈঠক হবে, মামলাও হবে। বলেন, আমাকে লাঞ্চিত করে শেষ নয়, স্কুলের দরজা-জানালা, আলমিরা ভেঙ্গে গুরুত্বপূর্ণ ফাইল, কম্পিউটার দুষ্কৃতিকারিরা নিয়ে যায়। এ জন্য আমাকে মামলার এজহার দায়ের করেছি।
পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস ছামাদ চৌধুরী জকিগঞ্জ বার্তাকে জানান, প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগানোর কথা স্বীকার করে বলেন, উপস্থিত সকলেই আমাকে প্রচন্ড চাপ দিয়ে তালা লাগিয়েছেন। পরে দ্রুত উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করি। বিষয়টি যেভাবে হউক শেষ করা উচিত এমন মন্তব্য করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জকিগঞ্জ বার্তাকে বলেন, স্থানীয় এলাকাবাসী বিষয়টি আপোষের চেষ্টা করছেন। আমার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল রোববার স্কুলের শিক্ষকসহ অনেকেই আমার কাছে আসবেন। তার পরে পরবর্তী করনীয় নির্ধারণ করা হবে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুছ ছামাদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বক্তারা বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার সাথে জড়িত শিক্ষার্থীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। পাশাপাশি তাদের ইন্দন দাতা বা এ রকম পরিস্থিতি তৈরির পেছনে যাদের হাত রয়েছে তাদেরকেও চিহ্নিত করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, স্কুলে এমন ঘটনা বেশ কয়েক বছর থেকে চলছে। এর জন্য দায়ী স্কুলের কয়েকজন স্থানীয় শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। তারা তাঁদের স্বার্থ রক্ষা ও আধিপত্ত বিস্তার করতে স্কুলের পরিবেশকে নষ্ট করছেন। এমন শিক্ষকদেরকে চিহ্নিত করে তাদেরকে স্কুল থেকে বের করে দিতে হবে। এবং ম্যানেজিং কমিটির যে সকল সদস্যকে কোন রকম দূর্নীতির সাথে জড়িত প্রমান হলে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন, মানিকপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, শফিকুল হক তাপাদার, সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল আহমদ, সাবেক বাজার সেক্রেটারি আব্দুল হক, বর্তমান বাজার সেক্রেটারি মনুর উদ্দিন চৌধূরী, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আলা উদ্দিন, আব্দুল আহাদ, মাষ্টার আব্দুল মন্নান, বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল, ময়নুল ইসলাম চৌধুরী, মোঃ মোতাহির আলী, জয়নাল উদ্দিন, শাহাজান চৌধুরী সাজা, আব্দুল লতিফ, দুদু মিয়া প্রমূখ।