জাঁকজমক পূর্ন ভাবে পালন করা হল শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনে মহান স্বাধীনতা দিবস
প্রকাশিত হয়েছে : ১:১০:৩৬,অপরাহ্ন ২৭ মার্চ ২০১৬ | সংবাদটি ৯১৮ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী। সকাল দশটা ত্রিশ মিনিটি বারহাল ইউনিয়নে অবস্থিত শহীদ মিনারে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এক বর্ণাঢ্য র্যালী নিয়ে যাওয়া হয়। এতে অংশগ্রহন করেন,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কানাইঘাট ডিগ্রি কলেজের প্রফেসর আজাদ উদ্দিন, হাজী সিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাষ্টের চেয়ারম্যান বুরহান উদ্দিন রনি, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছদিওল ফারুক আহমদ, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, অভিভাক সদস্য কামরুজ্জামান কয়ছর সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
২য় অধিবেশন পুরস্কার বিতরন ও আলোচনা সভা দুপুর এগার ঘটিকার সময় প্রিন্সিপাল সাইফুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক জাকিরুল ইসলামের সঞ্চালনায় ৩য় শ্রেনীর ছাত্র হোসাইন আহমদের কেরাত পাঠ ও শিক্ষিকা খালেদা আক্তার প্রমির স্বাগত বক্তব্যের মাধ্যমে আরম্ভ করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বারহাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামান, হাজী সিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাষ্টের চেয়ারম্যান বুরহান উদ্দিন রনি, বিশিষ্ট রাজনীতিবীদ আব্দুল হক লনু, গৌছ উদ্দিন, লেইছুল হক দুলাল।
উপস্থিত ছিলেন ছাত্রনেতা মাহবুবুর রহমান, নুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সদস্য শাহীন আহমদ চৌধুরী, শিক্ষক নির্মল দাস, জাহেদ আহমদ, শিক্ষিকা শারমিন আক্তার, শাকি আক্তার, কনিকা হক লাভলী সহ অভিভাবক বৃন্দ।