ইছামতি হাই স্কুলের সমস্যা সমাধানের লক্ষ্যে সাত সদস্যের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১০:১৭:৫২,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৬ | সংবাদটি ১৪৩৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইছামতি উচ বিদ্যালয়ের ছাত্র কর্তৃক প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনায় এলাকাবাসীর উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় স্কুলে এক জরুরী অনুষ্টিত হয়।
সভায় সকলের সর্বসম্মতি ক্রমে স্কুলের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে শফিকুল হক তাপাদারকে আহবায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল আহমদ, সাবেক বাজার সেক্রেটারি আব্দুল হক, শাহজাহান চৌধুরী জয়নাল (খলাদাপনিয়া), মালেক আহমদ (নূরপুর), রবই মিয়া (মুহাম্মদপুর), আলা উদ্দিন (বাল্লাহ)।
সভায় বক্তারা বিদ্যালয়ের ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্ছিত হওয়ার সাথে যে সকল ছাত্র জড়িত তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। পাশাপাশি স্কুলের বেশ কয়েকটি সমস্যা তুলে ধরলে তারও সুষ্ট সমাধান দাবি করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন মাষ্টার মালেক আহমদ, আব্দুল আহাদ, কবির আহমদ মেম্বার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মুনিম, সদস্য ময়নুল ইসলাম, সজল কুমার বর্ম্মণ, দুদু মিয়া, কালাম আহমদ, আব্দুল কাদির মেম্বার প্রমূখ।