১৬ মুক্তিযোদ্ধাকে জকিগঞ্জ পৌরসভার সংর্ধনা
প্রকাশিত হয়েছে : ১১:৩২:২৬,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৬ | সংবাদটি ১০০৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ১৬জন বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জকিগঞ্জ পৌরসভা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র হাজী খলিল উদ্দিন। প্রধান সহকারি মো: মনিরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী।
বক্তব্য দেন পৌর আওয়ামী লীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন সুহেল, আওয়ামী লীগ নেতা নাসিম আহমদ, পৌর কাউন্সিলর আছদ্দর আলীূ, আব্দুল জলিল, দেলোয়ার হোসেন নজরুল, সুনন্দা শুক্লা, ছালেহা খানম প্রমূখ। মেয়র বক্তব্যে বলেন ২১নভেম্বর প্রথম মুক্তাঞ্চল স্মরণীকে আরো্ আকর্ষণীয় করা হবে। পৌরসভার মধ্যে একটি রাস্তা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে বলে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্বাধীনতা দিবসের এ সংবর্ধনা অনুষ্ঠানে নগদ ৫০০টাকা করে ১৬মুক্তিযোদ্ধাকে প্রদান করা হয়।