কসকনকপুর ইউপি বিএনপির জরুরী সভায় সভাপতি লাল মিয়াকে প্রত্যা্হারের দাবি
প্রকাশিত হয়েছে : ৯:২৫:৫৯,অপরাহ্ন ২৯ মার্চ ২০১৬ | সংবাদটি ১০৯৬ বার পঠিত
জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়ন বিএনপির জরুরী সভা গতকাল সন্ধ্যা ৭টায় স্থানীয় ইউনিয়ন অফিস বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদের পরিচালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ মেম্বার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, ১নং ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল জালাল, সাধারণ সম্পাদক খায়রুল হক খলু, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান রুফই মিয়া, ২নং ওয়ার্ড সভাপতি শিহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আপ্তাবুর রহমান পানু, সাংগঠনিক সম্পাদক ইনতাজুর রহমান, ৪নং ওয়ার্ড সভাপতি তৈয়বুর রহমান তৈইয়া মিয়া, সাধারণ সম্পাদক রাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি মো: খছরুজ্জামান, ৬নং ওয়ার্ড সভাপতি বদরুল হক লস্কর, ৭নং ওয়ার্ড সভাপতি জাবির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতাই, ৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, বিএনপি নেতা আব্দুল লতিফ, হেলাল আহমদ মেম্বার, আব্দুল বাছিত, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, ছাদেক আহমদ, বুরহান উদ্দিন প্রমূখ।
সভায় কসকনকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল আহমদ লালকে প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন দলকে সু-সংগঠতি করতে ব্যর্থ হয়ে উল্টো দলের ইউপি চেয়ারম্যান পদ-প্রার্থী নির্ধারণ করতে বিভিন্ন অনিয়ম, ইউপি-ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয়হীনতার কারণে দলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এ থেকে উত্তরণে তাকে প্রত্যাহার করা উচিত। সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলের এ দূরবস্থা থেকে পরিত্রাণ পেতে ইউনিয়ন বিএনপি পরিচালনা করতে ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এ কমিটি উপজেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন। কমিটির সদস্যরা হলেন ১, আলহাজ্ব আব্দুর রউফ, ২, আব্দুল জলিল জালাল, ৩, তৈয়বুর রহমান তৈইয়া মিয়া, ৪, শিহাব আহমদ চৌধুরী, ৫, বদরুল হক লস্কর। বিজ্ঞপ্তি