সংবর্ধনায় আবেগাপ্লুত ঢাকা সিটির কাউন্সিলর; বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন
প্রকাশিত হয়েছে : ১১:১৯:৪৮,অপরাহ্ন ২৯ মার্চ ২০১৬ | সংবাদটি ৮৫১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রিয় জন্মভূমি জকিগঞ্জের বারহাল ইউনিয়নের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হলেন ঢাকা উত্তর সিটির ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর, রমনা-শাহবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুনির চৌধুরী ও সহধর্মিনী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটিজম ইন্সট্রাক্টর (শিশু ও নিউরোলজী বিভাগ) মমতাজ বেগম।
সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত মুনির চৌধুরী বলেন, নিজের জীবনকে মানুষের কল্যাণে নিয়োজিত রেখেছি। যতদিন বাচব, ততদিন মানুষের জন্য কাজ করে যাবো। মানুষের ভালোবাসা পেতে হলে প্রাণখুলে মানুষের পাশে দাড়াতে হবে। বলেন ঢাকায় থাকলেও মন পড়ে থাকে নিজের এলাকায়। প্রত্যেককে দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। বিদ্যালয়ের সমস্যা সমাধানে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন নতুন বিল্ডিং নির্মানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চীফ প্রকৌশলীসহ ডিজাইনার, আর্কিটেকচার ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে আসবো। তবে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার পাঠাতে হবে। দ্বিতীয় তলায় টিনসেড নির্মাণের পুরো টাকা পর্যায়ক্রমে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে শিগগির নগদ ১লক্ষ টাকা প্রদানের কথা জানান তিনি। বিদ্যালয়ের সফলতা শুনে অভিনন্দন জানান পরিচালনা পর্ষদ, অভিভাবক, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে।
তারই সহধর্মীনি মমতাজ বেগম বক্তব্যে বলেন প্রতিবন্ধিদের কল্যাণে কাজ করে নিজেকে গর্বিত মনে করছি। যাদের অবহেলা করা হয়, তাদের পাশে আমরা নিবেদিত রয়েছি। নিজের সন্তানের মতো তাদেরকে (প্রতিবন্ধি) যত্নের সাথে গড়ে তোলার প্রাণান্তকর চেষ্টা করছি। বলেন, আমার স্বামীর এলাকা মানেই আমার এলাকা। এই এলাকার প্রতিবন্ধিদের যে কোনো চিকিৎসা সেবা দিতে প্রস্তুত। প্রয়োজনে ঢাকায় যাওয়া-আসার সকল ব্যয় আমি বহন করবো। সংবর্ধনা পেয়ে তিনিও অভিনন্দন জানান অনুষ্ঠানের আয়োজকদের।
পরিচালনা পর্ষদ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় জকিগঞ্জে শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিগত ৫-৬বছর থেকে জকিগঞ্জ উপজেলার মধ্যে প্রথম হয়েছে। আগামীতে সিলেটের মধ্যে চ্যাম্পিয়ন হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীদের জন্য শ্রেণী কক্ষের কিছুটা সংকট রয়েছে। ইতোপূর্বে সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদারের সহযোগিতায় একটি বিল্ডিং পেয়েছি। দ্বিতল ভবনটিতে টিনসেডসহ আরো ১টি বিল্ডিং নির্মাণ হলে সংকট একেবারে কমে যাবে। সংবর্ধিত অতিথিকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে সকল মহলের সহযোগিতা কামনা করেন। তিনি বিদ্যালয়ের অর্জিত সাফল্যে প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দের ভূয়সী প্রশংসা করেন। স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ সংবর্ধিত অতিথিদ্বয়কে অভিনন্দন জানিয়ে বলেন বিদ্যালয়ের সাফল্যের আলোয় পুরো জকিগঞ্জ আলোকিত হচ্ছে। আমাদের চেষ্টার ন্যূনতম কমতি নেই উল্লেখ করে বলেন, সফলতা ধরে রাখার পাশাপাশি আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি বিদ্যালয়ের সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আগত সকল অতিথিকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি ছিলেন বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি কলামিস্ট এম এ মালেক চৌধুরী, বারহাল ইউপি সাবেক চেয়ারম্যান মিছবাহ জামান, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, বারহাল ইউপি আওয়ামীলীগ সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক মঞ্জুরুল হামিদ চৌধুরী, হাজী সিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাষ্টের চেয়ারম্যান বুরহান উদ্দিন রনি, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক এনামুল হক মুন্না, বারহাল ইউপি সদস্য আতাউর রহমান চৌধুরী, কাজলশাহ ইউপি আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক বাবু মনোজগৎ পুরকায়স্থ।
অনুষ্ঠানে বক্তব্যের ফাকে গান, নৃত্য, নাটক, কৌতুক পরিবেশন করে পুরো অনুষ্ঠানকে বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়। শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত সকলকে বিমোহীত করে।
বাটইশাইল গ্রামবাসী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি ২৬মার্চ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষিকা জোবেদা বেগম।