জকিগঞ্জ বার্তার সংবাদের প্রতিবাদ ও কসকনকপুর বিএনপির ব্যাখ্যা
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:৪৭,অপরাহ্ন ৩১ মার্চ ২০১৬ | সংবাদটি ৯৫২ বার পঠিত
জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমে গত ২৯মার্চ ‘কসকনকপুর ইউপির জরুরী সভায় সভাপতি লাল মিয়াকে প্রত্যাহার দাবি’ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি বিএনপির সভাপতি হেলাল আহমদ লাল এবং সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তাদের স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, ঐ দিন অর্থাৎ ২৯মার্চের সভায় যাদের নাম ব্যবহার করা হয়েছে, তারাও এ সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ৫নং ওয়ার্ডের সভাপতি খসরু জামান, ৭নং ওয়ার্ডের সভাপতি জাবের আহমদ, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজু আহমদ ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম পৃথকভাবে ঐ প্রতিবাদ লিপিতে জানান যে, সেদিনের সভায় তারা উপস্থিত ছিলেন না। এমনকি সংবাদে তাদের নাম ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা এ সংবাদের প্রতিবাদও জানান।
ব্যাখ্যায় তারা আরও উল্লেখ করেন, দলকে নষ্ট করতে এবং অন্য দলের কাছে চেয়ারম্যান পদটি বিক্রি করতে চাচ্ছেন, তখনই প্রতিবাদ করায় আমাদের উপর ক্ষিপ্ত হয়েছে তারা। দলের ভাবমূর্তি নষ্ট যারা করছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হউক। দলের ইউপি শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান খেজুরগাছ মার্কার প্রতিনিধির কাছে ৫০হাজার টাকা দাম-দরে জড়িত ছিলেন বলে প্রতিবাদ লিপিতে জানান তারা। বিজ্ঞপ্তি