বিরশ্রীতে আজির গং কর্তৃক প্রবাসীর গাছ কেটে নেয়ার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৮:০৮:২২,অপরাহ্ন ০১ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৩১৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের বিরশ্রীতে আজির গং কর্তৃক গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। থানায় দায়েরকৃত এজহারে জানা যায়, বদরপুর গ্রামের সৌদি প্রবাসী ফারুক আহমদ ও মালিক আহমদের জায়গায় রোপিত মেহগনি, বেলজিয়াম, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ৩০টির মতো গাছ কেটে নেওয়া হয়েছে। প্রবাসী ফারুক আহমদ জকিগঞ্জ বার্তাকে জানান, গদাধর গ্রামের শিক্ষক আজির উদ্দিন, তার স্ত্রী কবু বেগম গংরা তাদের বাড়ির পার্শ্ববর্তী আমার জায়গায় রোপনকৃত কয়েকটি গাছ কেটে নেন এবং কিছু ঐ স্থানে রেখে যান। ছোট-বড় অর্থাৎ বিভিন্ন বয়সের গাছ কেটে মারাত্মক অন্যায় করেছেন তারা। এ ব্যাপারে আমাদের পক্ষে মুফিক আহমদ বাদী হয়ে বুধবার থানায় মামলা দিয়েছেন। ঐ দিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানার এসআই মো: শরীফ জকিগঞ্জ বার্তাকে বলেন, ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে নেয়ার সত্যতা পেয়েছি। মামলার এজহার আমাদের হাতে রয়েছে। বিষয়টি আপোষ হলে ভালো হয় বলে তিনি মনে করেন।