ইছামতি হাই স্কুলে প্রধান শিক্ষক লাঞ্চিতের ঘটনায় ৪শিক্ষার্থী বহিষ্কার; পুলিশ পাহারায় স্কুলে গেলেন প্রধান শিক্ষক
প্রকাশিত হয়েছে : ১০:০১:২৮,অপরাহ্ন ০১ এপ্রিল ২০১৬ | সংবাদটি ২১৯২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জের ইছামতি উচ্চ বিদ্যালয়ে ঘটে যাওয়া ছাত্র কর্তৃক প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনায় আবশেষে বহিষ্কৃত হয়েছে বিদ্যালয়ে চার শিক্ষার্থী। গত ২৪মার্চ বৃহস্পতিবার স্কুলে ঘটে যাওয়া এমন ঘটনায় জড়িত থাকায় তাদেরকে বহিষ্কার করে ৭সদস্যের তদন্ত কমিটি।
বহিষ্কৃতরা হলেন, নবম শ্রেনীর ছাত্র তারেক আহমদ, বিলাল আহমদ, আলতাফ হোসেন ও দশম শ্রেনীর ছাত্র জয় দেব বিশ্বাস। তবে শুধু মাত্র এসএসসি পরিক্ষার্থী হওয়ায় দশম শ্রেনীর ছাত্র জয় দেব বিশ্বাসকে শুধু মাত্র বিদ্যালয় থেকে পরিক্ষার সুযোগ দেওয়া হয়।
এ বিষয়ে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস ছামাদ চৌধুরী জকিগঞ্জ বার্তাকে জানান, বিষয়টি নিষ্পত্তি হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক জকিগঞ্জ বার্তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর উদ্যোগে গঠিত তদন্ত কমিটির এমন রায়ে তিনি সুন্তুষ্ট।
এ বিষয়ে জানতে চাইলে ৭সদস্যের তদন্ত কমিটির পক্ষে শফিকুল হক তাপাদার জানান, অপ্রত্যাশিত ঘটনার সমাধান হয়েছে।
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল আহমদ, সাবেক বাজার সেক্রেটারি আব্দুল হক, শাহজাহান চৌধুরী জয়নাল (খলাদাপনিয়া), মালেক আহমদ (নূরপুর), রবই মিয়া (মুহাম্মদপুর), আলা উদ্দিন (বাল্লাহ)।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম জকিগঞ্জ বার্তাকে জানান, গত বুধবার (২৪মার্চ) প্রধান শিক্ষক আজিম উদ্দিনকে শিক্ষার্থীরা লাঞ্চিত করে। পরদিন নিষ্পত্তি বৈঠকে তিনি উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রধান শিক্ষকের কক্ষ তালা দেয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আমি এবং পুলিশের উপস্থিতিতে প্রধান শিক্ষক আজিম উদ্দিনকে স্কুলে প্রবেশ করানো হয়। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তি হয়েছে। আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বলা হয়েছিল, দোষী যেই হউক কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।