শিক্ষা বিস্তারে তরমুজ আলী ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ড. আহমদ আল কবির
প্রকাশিত হয়েছে : ৬:২৭:৪০,অপরাহ্ন ০২ এপ্রিল ২০১৬ | সংবাদটি ২২৪৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সীমান্তিকের পৃষ্টপোষক, রুপালি ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির বলেন, শিক্ষা হচ্ছে উন্নতির সোপান। শিক্ষা ছাড়া দেশ ও জাতির মুক্তি সম্ভব নয়। সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমূখী শিক্ষাকে প্রাধান্য দেয়া উচিত। তবেই দেশের বেকারত্ম দূর হয়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। শিক্ষকদের উদ্দেশ করে বলেন নৈতিক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মেধাবী ও আদর্শ শিক্ষার্থী গড়ে তোলা সময়ের দাবি। বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাপক এগিয়ে নিয়েছেন উল্লেখ করে বলেন তরমুজ আলী তাপাদার কুটন মিয়া ওয়েলফেয়ার স্মৃতি ট্রাস্ট শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বলেন, তথ্য-প্রযুক্তির ব্যাপক উন্নতি হয়েছে। ভবিষ্যতে প্রতিটি গ্রামের মানুষের কাছে প্রযুক্তি পৌছে দিতে সরকার কাজ করছে। তিনি অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান।
৩১মার্চ মানিকপুর ইউপি প্রাঙ্গনে কালিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সেক্রেটারি মরহুম ”তরমুজ আলী তাপাদার কুটন মিয়া ওয়েলফেয়ার স্মৃতি ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। স্মৃতি ট্রাস্টের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: আব্দুল হাই’এর সভাপতিত্বে ও ট্রাস্টের সচিব এবং প্রধান শিক্ষক মো: আব্দুস শহিদ তাপাদারের পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, ইউপি চেয়ারম্যান আবু জাফর মো: রায়হান, উপজেলা শিক্ষা অফিসার মো: রফিজ মিয়া, সহকারি শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাস, সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, এমসি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, বিশিষ্ট মুরব্বী শফিকুল হক তাপাদার, ইছামতি হাইস্কুলের প্রধান শিক্ষক মো: আজিম উদ্দিন, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিশ্বজিৎ রায়, সিনিয়র সহ-সভাপতি রওশন আরা বেগম, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, যুব নেতা রিয়াজ উদ্দিন, সিদ্দিকুর রহমান ট্রাস্টের প্রবক্তা বুরহান উদ্দিন রনি, সাংবাদিক এনামুল হক মুন্না, প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর, বিজয় দত্ত পুরকায়স্থ, পাচু মোহন বিশ্বাস,নিরঞ্জন বিশ্বাস, ছালেহ আহমদ, হারিছুন নাহার, কাজী ফাতেমা ও লুৎফা বেগম প্রমূখ।
অভিব্যক্তি ব্যক্ত করে ফারিহা জাহান দিবা, তাওহীদা এলাহী, রাফসান জানি শুভ, সাইফুল ইসলাম। ১৭তম এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্যালেন্টপুল, প্রথম গ্রেড ও সাধারণ গ্রেড মিলে ২৮৫জনকে নগদ টাকা, সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।