জকিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুলের কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১:৩৬:৩৩,অপরাহ্ন ০৩ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১২২৬ বার পঠিত
সংবাদ দাতা: জকিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, পরিবহন নেতা দেলোয়ার হোসেন নজরুলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। প্রয়াত আওয়ামীলীগ নেতা মুফিজুর রহমানের ভবনের দ্বিতীয় তলায় কুশিয়ারা সড়কে শনিবার সন্ধ্যায় ফিতা কেটে অফিসটি শুভ উদ্বোধন করেছেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জবাইসহ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, পৌরসভার প্যানেল মেয়র কামরুজ্জামান কমরু, কাউন্সিলার আব্দুল জলিল, সাহাব উদ্দিন তাপাদার সাকিল, কেছরী গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. নূর উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সোহেল, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, সাংবাদিক আল মামুন, এনামুল হক মুন্না, আল হাসিব, সোনার বাংলা সমবায় সমিতির ব্যবস্থাপনা সম্পাদক জাফরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান মিলু ,সমাজসেবী আবু রুশদ মো. ইকবাল মুহরী, সাবেক কাউন্সিলার আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ, আওয়ামীলীগ নেতা মছনন মিয়া, এম এ মালিক, মাওলানা ফয়জুর রহমান, ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ, মোস্তুফা উদ্দিন, বাবর হোসাইন চৌধুরী, আনহার আহমদ, খালেদ আহমদ, সাকিল আহমদ চৌধুরীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পূর্বে দোয়া পরিচালানা করেন মাওলানা ফয়জুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে আওয়ামীলীগ নেতা এম এ জি বাবর অব্যাগতদের পরিচিতি তুলে ধরে প্রয়াত মুফিজুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কাউন্সিলর নজরুল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।