জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদের ৬৪তম জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ৭:০৩:০১,অপরাহ্ন ০৩ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৩২৮৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক উদ্দিন আহমদের ৬৪তম জন্মদিন কেক কেটে পালন করেছে জকিগঞ্জ যুবলীগ ও ছাত্রলীগ। আজ রোববার বিকেল ৪টায় পৌরশহরস্থ যুবলীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা যুবলীগ সভাপতি আব্দুস ছালাম, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক মো: আজমল হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশিষ দেশ মূখ্য রাজু, সদস্য আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, আব্দুল আহাদ, আল আমিন, উপজেলা ছাত্রলীগ নেতা মোর্শেদ আলম রিপন, আলমগীর হোসেন পুতুল, দেলোয়ার হোসেন চৌধুরী, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা হোসেন আহমদ, নাহিদ আহমদ প্রমূখ।