জকিগঞ্জে সাতরে বিরশ্রী (বেশ্রি) খাল পার হতে গিয়ে নিখোঁজ হলেন বৃদ্ধ; ডুবুরীদের উদ্ধার অভিযান
প্রকাশিত হয়েছে : ৮:৫৬:২৭,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০১৬ | সংবাদটি ২৮১৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: শাহগলী বাজার থেকে বাড়ি ফেরা হলো না সত্তোর্ধ বৃদ্ধ আছার উদ্দিনের। বিরশ্রী (বেশ্রি) খাল সাতরে পার হতে গিয়ে নিখোজ হন বিরশ্রী ইউনিয়নের পশ্চিম ডামডহর গ্রামের এ ব্যক্তি। আজ বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভির করেন। নিখোঁজ বৃদ্ধের পুত্র খেলাফত মজলিস নেতা মো: আলী হোসেন জকিগঞ্জ বার্তাকে জানান, শাহগলী বাজার থেকে ঘরের একটি টিন নিয়ে হাওর পথে পায়ে হেটে রওয়া দেন। জকিগঞ্জ-শেওলা রোডের কাছাকাছি বিরশ্রী খাল সাতরে এপারে উঠতে গিয়ে নিখোজ হন। সাতরে উঠতে খালের মধ্য খানে বাচাও বাচাও চিৎকার শুনে আব্দুল জব্বার নামের একজন খুবই খাটো ব্যক্তি তাকে বাচাতে এগিয়ে যান। এ সময় বাবার হাতে থাকা টিনে হাত কেটে গেলে সাহায্যকারি ব্যক্তি ছেড়ে দেন।
খবর পেয়ে সিলেট থেকে ডুবুরী দল আসে। ফায়ার সার্ভিস কর্মীরা নিখোজ ব্যক্তির সন্ধান (রাত ৯টা) এ রিপোর্ট লেখা পর্যন্ত পায়নি। পরে থানা পুলিশ ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার জকিগঞ্জ বার্তাকে জানান সুঠামদেহের অধিকারী এ ব্যক্তির নিখোজ হওয়া খুবই দু:খজনক। শাহগলী বাজার হতে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এ খালে অতীতে নিখোজ হয়েছিলেন কেউ কেউ। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুল হোসেন জানান আছার উদ্দিন সাতরে খাল পার হতে গিয়ে নিখোজ হয়েছেন। চিৎকার শুনে একজন লোক এগিয়ে আসলেও তার হাত টিনে কেটে যাওয়াতে তিনি সহযোগিতা করতে পারেননি।
ঘটনাস্থলে থাকা বিলাল আহমদ জানান স্থানীয়রা অনেক খোজাখুজির পর নিখোজ ব্যক্তির লুঙ্গি ও টুপি পেয়েছে।