বারহালের একই পরিবারের তিনজনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের জানাজা আজ বাদ যোহর
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:২৮,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৯৯২ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ সিলেট মহানগরীর শাহপরান সেতুর বাইপাস সড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন- জকিগঞ্জের বারহাল ইউনিয়নের নিজগ্রামের আজিজুর রহমানের স্ত্রী সালমা বেগম (৭০) ছেলে হারুনুর রশীদ (৪৫) ছেলের বউ সায়রা খাতুন (২৮),নাতী আশংকা অবস্থায় এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে রয়েছে। আজ বাদ যোহর নিজগ্রাম জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানা যায়, সিলেট নগরীর মেজরটিলা সৈয়দপুরে বসবাস করতেন তারা। বুধবার রাত ৮টার দিকে শাহপরান বাইপাস সড়কের বিকেএসপির সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সালমা বেগম ও হারুনুর রশীদ নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় সায়রা খাতুনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান।
এ দিকে রাত সারে এগার ঘটিকার সময় মৃত ব্যক্তিদেরকে সিলেট মেজরটিলা সৈয়দ পুর বাসবাবনে নিয়ে আসা হলে সেখান থেকে নিজ এলাকা বারহাল ইউনিয়নের নিজগ্রামে ফজরের সময় নিয়ে আসা হয়।