বিরশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের সাথে জকিগঞ্জ বার্তার ‘’মুখো্মুখি’’ অনুষ্ঠান (বিস্তারীত)
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:০২,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১২৫৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ও সর্বাধিক পাঠক প্রিয় সংবাদ মাধ্যম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের ‘’মুখোমুখি’’ হতে চায়। জকিগঞ্জ বার্তা চায় স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হউক। জনগণের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহীতা নিশ্চিত হউক। গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রাপ্ত বরাদ্ধের যথাযথ ব্যবহার, দূর্নীতি এবং অনিয়ম রোধে জনসচেতনতা সৃষ্টি করাই জকিগঞ্জ বার্তার মূল উদ্দেশ্য। এরই ধারাবিহকতায় বিরশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের সাথে ‘’মুখোমুখি’’ হই। বুধবার বিকেল সোয়া ৩টায় পরিষদের কক্ষে আয়োজিত ‘’মুখোমুখি’’ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিগণ, অনলাইন ইউজার, মুঠোফোনে অনেকের প্রশ্নের উত্তর দেন তিনি। প্রাণবন্ত ‘’মুখোমুখি’’ অনুষ্ঠান সঞ্চালন করেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না। সহযোগিতায় ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক মো: আলম উদ্দিন।
জকিগঞ্জ বার্তাঃ কেমন আছেন ?
আব্দুস সাত্তারঃ ভালো।
জকিগঞ্জ বার্তাঃ আপনি তো প্রথম বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন?
আব্দুস সাত্তারঃ হ্যা।
জকিগঞ্জ বার্তাঃ নির্বাচনে আসার কারণ বা উদ্দেশ্য কি ছিল?
আব্দুস সাত্তারঃ মূলত আমি নির্বাচনে আসার মুল কারণ ছিল জনসেবা করার। এবং আমি আগে থেকে একটি এনজিও সংস্থার সাথে জড়িত থেকে জনগনের সেবা করে আসছি। আমি ঐ সংস্থার সভাপতি ছিলাম।
জকিগঞ্জ বার্তাঃ নির্বাচনে আপনি মোট কতটি ভোট পেয়ে নির্বাচিত হয়েচিলেন?
আব্দুস সাত্তারঃ ৪৮৭৫টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম।
জকিগঞ্জ বার্তাঃ নির্বাচনে আসার পূর্বে আপনি জনগনকে কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন?
আব্দুস সাত্তারঃ নির্বাচনে আসার পূর্বে আমি জনগণকে একটাই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আপনাদেরকে খুব সুখ না দিতে পারলেও খুব বেশি দুঃখ দেব না।
জকিগঞ্জ বার্তাঃ নির্বাচিত হওয়ার পর আপনি জনগণের কোন বিষয়গুলো গুরুত্বসহকারে দেখছেন?
আব্দুস সাত্তারঃ নির্বাচিত হওয়ার পর আমি প্রথমে যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব সহকারে দেখেছি। যেহেতু আমরা যোগাযোগের দিক দিয়ে অনেক পিছনে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, উজিরপুর রাস্তা, পশ্চিম জামডহরের একটি রাস্তা, পূর্ব জামডহর হইতে পীরনগর হয়ে কান্দিরবন্দ একটি রাস্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাস্তার আমি কাজ করেছিলাম তা হলো, আমাদের এলাকার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের গর্ব মাসুক উদ্দিন আহমদের বাড়িতে যাওয়ার রাস্তাটি মালিকানা জায়গার উপর ছিলো আমি এলাকার মানুষদের সাথে নিয়ে রাস্তাটি করেছি।
জকিগঞ্জ বার্তাঃ বিগত বছরগুলোতে আপনি জনগণের কতটুকু আস্থা অর্জন করতে পেরেছেন?
আব্দুস সাত্তারঃ এটুকু বলতে পারি, আমি আরেকবার নির্বাচিত হওয়ার মত আস্তা অর্জন করতে পেরেছি।
জকিগঞ্জ বার্তাঃ এলজিএসপি, টিআর (টেষ্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকা, কর্মসৃজন থেকে যে বরাদ্ধ হয়েছে তা কতটুকু সুষ্টভাবে বণ্টন বা কাজ হয়েছে কি না?
আব্দুস সাত্তারঃ এলজিএসপি, টিআর, কাবিখা, কাবিটা বা বিশেষ বরাদ্ধ হোক আমি শতভাগ সুষ্টভাবে বণ্টন ও কাজ করেছি।
জকিগঞ্জ বার্তাঃ গ্রাম আদালত কেমন চলছে?
আব্দুস সাত্তারঃ গ্রাম আদালতের বিষয়ে কিছু কিছু সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে বাদি বিবাদি উভয় পক্ষে আদালতের দেয়া দুই জন সদস্য নির্দারিত তারিখে না আসলে সঠিক সময়ে সঠিক বিচার করা সম্ভব হয়ে উঠেনি। তবে ছোট-খাটো অনেক বিচার আছে যা আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করি।
জকিগঞ্জ বার্তাঃ আপনার কি মনে হয় জনগণকে কতটা সেবা দিতে পেরেছেন?
আব্দুস সাত্তারঃ আমরা সব সময় চেষ্টা করেছি ষোল আনা সেবা দিতে। অনেক সময় দেখা গেছে বিদ্যুৎ নেই তখন ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ই-তথ্য সেবা কেন্দ্র) থেকে আমরা সেবা দিতে পারিনি যদিও সরকার আমাদের সৌর বিদ্যুৎ দিয়েছে কিন্তু সৌর বিদ্যুৎ দিয়ে মান ভালো না হওয়ায় অনেক সময় সেবা দেওয়া সম্ভব হয়নি। আরেকটি বিষয় হচ্ছে স্বাক্ষর। স্বাক্ষরের বিষয়ে যে যেখানে আমাকে পেয়ে স্বাক্ষরের কথা বলেছে আমি স্বাক্ষর দিয়েছি। সব চেয়ে উল্ল্যেখযোগ্য বিষয় হলো আমার ইউনিয়ন সীমান্তবর্তী হওয়াতে নেটওয়ার্ক অত্যন্ত দূর্বল যার কারণে আমরা ইউনিয়ন বাজার ও মরইরতলে কিছুদিন অফিস করেছিলাম পরে কিছু সমস্যা দেখা দিলে পুনঃরায় ইউনিয়ন কমপ্লেক্সে ফিরে আসি।
জকিগঞ্জ বার্তাঃ আপনার কি মনে হয় যে আপনি একজন সফল চেয়ারম্যান?
আব্দুস সাত্তারঃ আমি কতটা সফল সেটা জনগণ বলবে। কিন্তু আমার কাছ থেকে জনগন কোণ ধরনের ব্যথা বা দুঃখ পেয়েছে এ ধরনের কোন রেকর্ড নেই। রাজনীতি করি যার কারণে কেউ আমার কাছ থেকে ষোল আনা স্বার্থ উদ্ধার করতে পারেনি।
জকিগঞ্জ বার্তাঃ কর্ম সৃজনের ক্ষেত্রে আপনার কি ভুমিকা ছিলো?
আব্দুস সাত্তারঃ কর্ম সৃজনের ক্ষেত্রে আমার সব সময় তদারকি ছিল। আমি নিজে কাজের সাইটে গিয়ে জরিপ করেছি।
জকিগঞ্জ বার্তাঃ আপনার আমলে বড় বড় প্রকল্প কয়টি বাস্তবায়ন হয়েছে?
আব্দুস ছাত্তার: বড় দু’টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ৪লক্ষ্য টাকার একটি বিশেষ বরাদ্দ হয়েছিল যা থেকে ৩ লক্ষ্য টাকা বড়কাপন মাদ্রাসা মাঠে মাটি বরাত ও অন্যটি ১লক্ষ্য টাকা ভিঙ্গের বাজার ধান চাউলের সেডের টিনে চাল দিতে বরাদ্দ হয়। আর বর্তমানে ওয়াল্ড ব্যাংকের অর্থায়নে লক্ষী বাজার উন্নয়ের জন্য প্রায় ৭৫ লক্ষ্য টাকার ট্রেন্ডার হয়, যা আমার আমলের সবচেয়ে বড় প্রকল্প।
জকিগঞ্জ বার্তাঃ আগামী নির্বাচনে আপনি প্রার্থী হচ্ছেন?
আব্দুস সাত্তারঃ শারীরিক সমস্যা আছে তাই নির্বাচনে আসবো না।
জকিগঞ্জ বার্তাঃ আগামী নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। আপনি বলছেন নির্বাচন করবেন না। আপনি আওয়ামীলীগের একজন সিনিয়র নেতা তো দল যদি আপনাকে চায় ?
আব্দুস সাত্তারঃ যেহেতু আমি দলের একজন কর্মী সে ক্ষেত্রে দলের নির্দেশ আমাকে মানতে হবে। আর দল চাইলে নির্বাচন করতে বাধ্য আমি।
জকিগঞ্জ বার্তাঃ দলীভাবে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার কতটা উন্নয়ন হবে বলে আপনার মনে হয়?
আব্দুস সাত্তারঃ যেহেতু বর্তমান সরকারের এটা একটি পলিসি। আমি সরকার দলের একজন কর্মী। সরকার যে সকল পলিসি হাতে নিবে এটা দেশের জন্য, জনগণের জন্য সহায়ক এবং উন্নয়নকামী হবে।
জকিগঞ্জ বার্তাঃ একজন চেয়ারম্যান সরকার দলের না হয়ে অন্য কোন দলের নির্বাচিত হলে সে ক্ষেত্রে জনগণ কতটা উন্নয়ন পাবে, আপনার কি মনে হয়?
আব্দুস সাত্তারঃ এলাকার উন্নয়নে সরকারের কিছু বরাদ্দ আছে যা সরকারি পরিপত্রের ভিত্তিতে বণ্টন করা হয়। সেই অনুসারে অন্য কোন দলের চেয়ারম্যান এখানে হলে খুব একটা পার্থক্য আসার কথা নয়।
জকিগঞ্জ বার্তাঃ আগামী নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ হবে কি না?
আব্দুস সাত্তারঃ আমাদের জকিগঞ্জে কোথায়ও কোন নির্বাচনে বিশৃঙ্খলা হয়নি। এবং আমাদের জকিগঞ্জের জনগণ যেভাবে রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে চলছে এখানে এমন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। আমি মনে করি আগামী নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আপনারা দেখেছেন জ্বলন্ত উদাহরণ বিগত পৌরসভা নির্বাচন।
জকিগঞ্জ বার্তাঃ আপনার ইউনিয়নে এখন পর্যন্ত বড় ধরনের কোন সমস্যা রয়েছে, যা পরবর্তী চেয়ার্ম্যান করবেন।
আব্দুস সাত্তারঃ বহু কাজ এখনও বাকি রয়েছে। যেমন আমরা কিছু কিছু রাস্তা আংশিক করেছি বাকিটা করা সম্ভব হয়নি। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থাটা আমাদের গুরুত্ব দেয়া প্রয়োজন এবং শিক্ষা ক্ষেত্রেও আমাদের নজর দিতে হবে। আরেকটি বড় সমস্যা তথ্য প্রযুক্তির এ যুগে আমরা অনেক পিছিয়ে যার একমাত্র কারণ আমাদের মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল। আমি কর্তৃপক্ষের কাছে অনেক অভিযোগ করেছি কিন্তু সীমান্ত এলাকা হওয়াতে এমন সমস্যা হচ্ছে বলে তাঁরা জানিয়েছে।
জকিগঞ্জ বার্তাঃ আপনি প্রাইমারী শিক্ষা প্রতিষ্টান গুলো কম ভিজিট করেছেন এবং কেন?
আব্দুস সাত্তারঃ হ্যা, এটা অবশ্য ঠিক। আমার কিছু অতিরিক্ত দায়িত্ব থাকায় এদিকে নজর একটূ কম রয়েছে।
জকিগঞ্জ বার্তা: নদী ভাঙ্গনে দেশের মানচিত্র পরিবর্তন হচ্ছে, পদক্ষেপ কি নেওয়া হয়েছে?
আব্দুস সাত্তার: আমার ইউনিয়নে বেশ কয়েকটি ভাঙ্গন রয়েছে। বিশেষ করে সুপ্রাকান্দি, বড়পাথর একাংশ, পূর্ব জামডহর, পশ্চিম জামডহর, মাজরগ্রাম, গড়রগ্রাম, বড়চালিয়া, উজিরপুর গ্রামের ডাইকে মারাত্মক ভাঙ্গন রয়েছে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভাগকে বার বার লিখিতভাবে জানানো হয়েছে। শুধুমাত্র উজিরপুরে নদী ভাঙ্গনের কাজ চলছে। তাও ধীর গতিতে। আমি তাদেরকে কাজে গতি ফিরিয়ে আনতে বলেছি। তারা নানা অজুহাত দেখাচ্ছে।
জকিগঞ্জ বার্তাঃ নতুনদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে?
আব্দুস সাত্তারঃ আমি আশা করবো যারা নির্বাচিত হয়ে আসবেন বিশেষ ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্ব যারা করবেন তাঁরা সব দিকে জ্ঞান অর্জন করে আসবেন। জনসেবা সম্পর্কে তাদের স্বচ্ছ ধারনা থকতে হবে। জনগণের জবাবদিহীতামূলক একটা প্রতিষ্ঠান এটা তাদের মানতে হবে। সৎ, যোগ্য ও ন্যায়পরায়ন লোক দেখে জনগণ নির্বাচিত করুক এটাই আমার প্রত্যাশা। তাহলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
উপস্থিতির মধ্য থেকে ও অন্যদের প্রশ্ন। ,
বিএনপি নেতা জামাল আহমদ: ইউনিয়নের অডিটোরিয়ামে আওয়ামী লীগের সভা সমাবেশ করতে দেওয়া হয় কিন্তু অন্য কোন দল বা সাংগঠনের সভা সমাবেশ করতে দেওয়া হয়নি কেন?
আব্দুস সাত্তারঃ ইউনিয়নে সভা সমাবেশ করতে কোন বাঁধা দেওয়ার কিছুই নেই। কিন্তু এখানে কোন রাজনৈতিক সভা সমাবেশ করতে আমি দেইনি। আমার অজানতে দু’টি সভা হলেও আমি তাদেরকে বাঁধা দেই এবং নিষেধ করি। আমি চাইনি যে এখানে কোন রাজনৈতিক সভা হউক। তবে সামাজিক সংগঠনের সভা হলে কোনো আপত্তি নেই।
আব্দুল জলিল মেম্বারঃ পরিষদের কারো দ্বারা ক্ষতি হলে আপনি কি করবেন?
আব্দুস সাত্তার: প্রশ্নের উত্তর দেননি:
মোঃ ফয়সল আহমদ, গ্রাম পিয়াইপুরঃ আপনি নির্বাচনে না আসলে বসর সময়ে কি করবেন, দেশে থাকবেন কি না বিদেশে চলে যাবেন বা জনস্বার্থে কাজ করে যাবেন?
আব্দুস সাত্তারঃ আমি ছোট বেলা থেকে জনসেবা করে আসছি এবং যতদিন বেঁচে আছি জনসেবা করে যাব। শুধু আমি নয় আমার বাবা, দাদা, স্বজনেরা জনসেবা করে গেছেন। সুতরাং এটা আমার রক্তে মিশে গেছে।
মোঃ শহিদুল ইসলাম, গ্রাম- লিয়াকতপুরঃ আপনি বলেছেন বিভিন্ন মসজিদে সৌর বিদ্যুৎ দিয়েছেন কিন্তু ইউনিয়ন সংলগ্ন মসজিদে এখনও সৌর বিদ্যুৎ স্থাপন করা হয়নি। আগামী বাজেটে তা কি করা হবে?
আব্দুস সাত্তারঃ আমি অত্যন্ত দুঃখিত যে অতি সম্প্রতি চারটি মসজিদের নাম কতৃপক্ষের কাছে পাঠেয়েছি যা অনুমোদন হয়ে আসছে কিন্তু এই মসজিদের নামটি আমার স্মরণ থেকে চলে গেছে। টিআর কাবিখা দ্বিতীয় পর্যায়ের চিঠি এসে গেছে এটি বাস্তবায়ন হলেই এই মসজিদে অবশ্যই সৌর বিদ্যুৎ স্থাপন করতে পারবো।
রাশেদ আহমদ: আমাদের অনুরোধের পরও একটি ক্লাবকে অনুদান দেননি কেন?
আব্দুস সাত্তার: মূলত রেজিস্টার্ড ক্লাব ছাড়া কোনো সংগঠনকে অনুদান দেয়া হয়নি। আপনাদের ক্লাব রেজিস্টার্ড করা হলে অনুদান দেয়া যেতে পারে।
(মুঠোফোনে) ঝুমা চৌধুরী: লিয়াকতপুর প্রাথমিক বিদ্যালয় আপনি ভিজিট করেন কি-না? এ বিদ্যালয় কি জাতীয় করণ হয়েছে? জরাজীর্ণ টিনের কক্ষ ও শিক্ষকরা বেতন পাচ্ছেন না কেনো এ ব্যাপারে কোনো সহযোগিতা করেছেন আপনি?
আব্দুস সাত্তার: ইতোমধ্যে বিদ্যালয়টি ভিজিট করা হয়েছে। উপজেলা প্রকৌশলী আমাকে নিয়ে বিদ্যালয়ে গিয়ে একটি প্রপোজাল তৈরি করেছেন। যথাশীঘ্র একটি বিল্ডিং হবে বলে আশা রাখি। অবশ্য এখন থেকে আমি বিদ্যালয়ের ব্যাপারে খোজখবর নেবো।
প্রবাসী সুলতান আহমদ: সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো ভিজিট করেন না কেনো?
আব্দুস সাত্তা্র: কাজের চাপে তেমন ভিজিট করতে পারিনি। অবশ্য আগামীতে বিদ্যালয় গুলো ভিজিট করবো। বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকটের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হবে।
ইউপি চেয়ারম্যানের পক্ষে বিগত সময়ের কাজের বিবরণ তুলে ধরেন সচিব জিতেন্দ্র কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব জিতেন্দ্র কুমার বিশ্বাস, ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ ফয়জুল হুসাইন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রুবী রানী চৌধুরী, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ বেদানা বেগম, শিক্ষক মোঃ আব্দুল আহাদ,, মোঃ শহিদুল ইসলাম, গ্রাম- লিয়াকতপুর, মোঃ ফয়ছল আহমদ, গ্রাম- পিয়াইপুর, ইফতেখার আহমদ, ব্যবসায়ী মোঃ এবাদুর রাহমান, ডাঃ শেখ ইসলাম উদ্দিন প্রমূখ।
জকিগঞ্জ বার্তা টুয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয়।